ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহ-শেরপুরে বানভাসি মানুষের পাশে বিজিবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২৪
ময়মনসিংহ-শেরপুরে বানভাসি মানুষের পাশে বিজিবি

ঢাকা: বন্যাদুর্গত ময়মনসিংহ ও শেরপুরে অসহায় বানভাসি মানুষকে বিজিবির উদ্ধার তৎপরতা এবং খাবার ও ত্রাণ সরবরাহ অব্যাহত আছে।

গত কয়েকদিন ধরে টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল এবং মহারশি, ভোগাই ও নিতাই নদীর বাঁধ ভেঙে ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া এবং শেরপুরের ঝিনাইগাতী ও নালিতাবাড়ি উপজেলার সীমান্তবর্তী অঞ্চলে সৃষ্ট বন্যায় প্লাবিত হয়েছে।

ফলে সীমান্তবর্তী জনসাধারণের ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে তারা অত্যন্ত অসহায় হয়ে পড়েছে। এহেন পরিস্থিতিতে বিজিবির ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর অধীনস্থ ৯টি বিওপির প্রায় ২৫০ জন বিজিবি সদস্য সর্বোচ্চ প্রচেষ্টার মাধ্যমে উল্লেখিত সীমান্তবর্তী এলাকাসমূহের বানভাসি মানুষদের উদ্ধার তৎপরতা এবং তাদের মাঝে প্রয়োজনীয় খাবার, বিশুদ্ধ পানি ও শুকনো ত্রাণসামগ্রী সরবরাহ অব্যাহত রেখেছে।  

বিজিবির সদস্যরা এ পর্যন্ত ৮৫০ জন পানিবন্দি মানুষকে উদ্ধার করে বিওপির নিকটবর্তী উঁচু ও নিরাপদ স্থানে স্থানান্তর করেছে। এছাড়া স্থানীয় জনসাধারণের গবাদিপশুসহ অন্যান্য মালামাল নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়েছে। বিজিবি কর্তৃক গত বৃহস্পতিবার পানিবন্দি ২৫০ জন মানুষকে শুকনো খাবার (মুড়ি, চিড়া, গুড় ও বনরুটি, বিশুদ্ধ পানি) এবং ১০০ জনকে রান্না করা খাবার বিতরণ করা হয়। আজ বিজিবির পক্ষ থেকে ২০০ জন মানুষকে শুকনো খাবার (মুড়ি, চিড়া, গুড় ও বনরুটি, বিশুদ্ধ পানি) এবং ৪৫০ জনকে রান্না করা খাবার বিতরণ করা হয়। এছাড়া আজ বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা ৩০০ প্যাকেট শুকনো খাবার বিজিবির কাছে হস্তান্তর করে। এ পরিপ্রেক্ষিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ত্রাণ বিতরণের পাশাপাশি বিজিবি কর্তৃক আরও ৩৫০ জনকে রান্না করা খাবার (খিচুড়ি, ডিম ভুনা, সালাদ ও বিশুদ্ধ পানি) বিতরণ করা হয়েছে।  

শুক্রবার (৫ অক্টোবর) রাতে বিজিবি সদর দপ্তর থেকে জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম এক বার্তায় এসব কথা জানান।

বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২৪
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।