ঢাকা: বন্যাদুর্গত ময়মনসিংহ ও শেরপুরে অসহায় বানভাসি মানুষকে বিজিবির উদ্ধার তৎপরতা এবং খাবার ও ত্রাণ সরবরাহ অব্যাহত আছে।
গত কয়েকদিন ধরে টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল এবং মহারশি, ভোগাই ও নিতাই নদীর বাঁধ ভেঙে ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া এবং শেরপুরের ঝিনাইগাতী ও নালিতাবাড়ি উপজেলার সীমান্তবর্তী অঞ্চলে সৃষ্ট বন্যায় প্লাবিত হয়েছে।
বিজিবির সদস্যরা এ পর্যন্ত ৮৫০ জন পানিবন্দি মানুষকে উদ্ধার করে বিওপির নিকটবর্তী উঁচু ও নিরাপদ স্থানে স্থানান্তর করেছে। এছাড়া স্থানীয় জনসাধারণের গবাদিপশুসহ অন্যান্য মালামাল নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়েছে। বিজিবি কর্তৃক গত বৃহস্পতিবার পানিবন্দি ২৫০ জন মানুষকে শুকনো খাবার (মুড়ি, চিড়া, গুড় ও বনরুটি, বিশুদ্ধ পানি) এবং ১০০ জনকে রান্না করা খাবার বিতরণ করা হয়। আজ বিজিবির পক্ষ থেকে ২০০ জন মানুষকে শুকনো খাবার (মুড়ি, চিড়া, গুড় ও বনরুটি, বিশুদ্ধ পানি) এবং ৪৫০ জনকে রান্না করা খাবার বিতরণ করা হয়। এছাড়া আজ বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা ৩০০ প্যাকেট শুকনো খাবার বিজিবির কাছে হস্তান্তর করে। এ পরিপ্রেক্ষিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ত্রাণ বিতরণের পাশাপাশি বিজিবি কর্তৃক আরও ৩৫০ জনকে রান্না করা খাবার (খিচুড়ি, ডিম ভুনা, সালাদ ও বিশুদ্ধ পানি) বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৫ অক্টোবর) রাতে বিজিবি সদর দপ্তর থেকে জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম এক বার্তায় এসব কথা জানান।
বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২৪
এজেডএস/আরবি