ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০২, অক্টোবর ১৩, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।  রোববার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ধীতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

 

মৃতরা হলো-উপজেলার ধীতপুর গ্রামের ৪ নম্বর ওয়ার্ডের আক্কেল আলীর ছেলে ইনসাফ আলী (০৪) ও তার আপন ছোট ভাই আশরাফ আলীর ছেলে সাড়ে তিন বছরের আদিল।  

পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরের দিকে দুই শিশু বাড়ির পাশে খেলা করছিল। কোনো এক এসময় পরিবারের সদস্যদের অজান্তে শিশুরা বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরিবারের লোকজন তাদের দেখতে না পেয়ে আশপাশ ও প্রতিবেশীদের বাড়িতে খোঁজাখুঁজি শুরু করে। পরে দুপুর ১টার দিকে বাড়ির পাশের পুকুরে তাদের মরদেহ ভেসে ওঠে।  

শাহবাজপুর ১০ নম্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল হুদা চৌধুরী বাদল পানিতে ডুবে শিশুদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।