ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

অভিযানের প্রথম দিনে ৫২ কেজি ইলিশ জব্দ, ৭ জনকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২৪
অভিযানের প্রথম দিনে ৫২ কেজি ইলিশ জব্দ, ৭ জনকে জরিমানা ফাইল ফটো

ঝালকাঠি: ঝালকাঠি জেলার বিষখালী, সুগন্ধা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানের প্রথম দিনে আইন না মানায় সাতজনকে ১ হাজার টাকা করে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

শনিবার (১২ অক্টোবর) দিবাগত রাত ১২টার পর থেকে এই নদীতে সারারাত জেগে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা।

এ সময় তাদের সঙ্গে জেলা মৎস্য অফিসার রবিউল ইসলাম উপস্থিত ছিলেন।  

এছাড়াও অভিযান চালিয়ে নলছিটির পুরান বাজারে ভোর ৬টায় ৫২ কেজি ইলিশ জব্দ করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। জব্দকৃত ইলিশ তিনটি এতিমখানায় বিতরণ করা হয়েছে। মা ইলিশ সংরক্ষণ অভিযানের এই ২২ দিনে নদীতে ইলিশ মাছ আহরণ, বাজারজাতকরণ, সংরক্ষণ ও পরিবহন নিষিদ্ধ করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।