ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বংশালে ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৪
বংশালে ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

ঢাকা: রাজধানীর বংশাল এলাকায় ছিনতাইয়ের চেষ্টাকালে পৃথক অভিযানে দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির বংশাল থানা পুলিশ।

রোববার (২৭ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তাররা হলেন- আব্দুর রহমান শুভ (১৯), মো. নওশাদ হোসেন (২৫) ও মো. আজিজুল আহম্মেদ অয়ন (২৩)।  

বংশাল থানা সূত্রে জানা যায়, শনিবার (২৬ অক্টোবর) রাতের দিকে ফুলবাড়ীয়া বাসস্ট্যান্ডের স্টার বেকারির সামনে ছিনতাইয়ের চেষ্টাকালে আজিজুলকে গ্রেপ্তার করে বংশাল থানা পুলিশ। এ সময় তার হেফাজত থেকে ছিনতাই কাজে ব্যবহৃত চাকু উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার আজিজুলসহ তার সহযোগী অজ্ঞাতনামা তিনজনের নামে বংশাল থানায় মামলা রুজু করা হয়েছে।

থানা সূত্রে আরও জানা যায়, বংশাল থানার নয়াবাজার এলাকায় কয়েকজন দুষ্কৃতকারী ছিনতাই করার উদ্দেশে সমবেত হয়ে অবস্থান করছে, এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে রাতে শুভ ও নওশাদকে গ্রেপ্তার করে বংশাল থানার আরেকটি টিম।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার আব্দুর রহমান শুভ, মো. নওশাদ হোসেন ও মো. আজিজুল আহম্মেদ অয়ন পেশাদার সশস্ত্র ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। চক্রটি দীর্ঘদিন ধরে বংশাল এলাকাসহ ঢাকা শহরের বিভিন্ন জায়গায় চুরি ও ছিনতাই করে আসছিল।

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৪
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।