ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সুনামগঞ্জে ঘরের মেঝেতে পড়েছিল মা-ছেলের গলাকাটা মরদেহ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৪
সুনামগঞ্জে ঘরের মেঝেতে পড়েছিল মা-ছেলের গলাকাটা মরদেহ

সিলেট: সুনামগঞ্জে বসতঘর থেকে ফরিদা বেগম (৪৫) ও তার ছেলে মিনহাজ উদ্দিনের (২০) গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল ৮টার দিকে এসপি বাংলো সংলগ্ন হাসননগর এলাকার একটি ঘর থেকে সেনাবাহিনীর উপস্থিতিতে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে।

খবর পেয়ে সুনামগঞ্জ জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিহতদের গ্রামের বাড়ি জেলার দক্ষিণ সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায়।

নিহতের স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, পৌর শহরের এসপি বাংলো এলাকার একটি বাসায় ফরিদা বেগম তার ছেলে ভাড়া থাকতেন। পাশের কক্ষে তার খালাতো বোন ও বোনের ছেলেকে ভাড়া দিয়েছিলেন।

মঙ্গলবার সকাল ৮টার দিকে বাসায় গৃহকর্মী এসে ঘর খোলা ও মা-ছেলের মরদেহ মাটিতে পড়ে থাকতে দেখে স্বজনদের খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে সেনাবাহিনীর উপস্থিতিতে মরদেহ উদ্ধার করে।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, সোমবার (২৮ অক্টোবর) দিনগত রাতে কোনো এক সময় মা-ছেলেকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার সময় ঘরের দরজা খোলা ছিল, মরদেহে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। পারিবারিক বিরোধ থেকেই এই হত্যাকাণ্ড সংগঠিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। অবশ্য সিআইডির ক্রাইম সিন আলামত সংগ্রহের পর ক্লু মিলতে পারে।  

সুনামগঞ্জ পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান বাংলানিউজকে বলেন, পারিবারিক কলহের জেরে ডাবল মার্ডারের ঘটনা ঘটতে পারে। সিআইডি ও পিবিআই এসে আলামত সংগ্রহ করেছে।

তিনি বলেন, বাসায় থাকা খালাতো বোনের ছেলে ফয়সাল ও ফাহমিদ পলাতক রয়েছে। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহ থেকে তাদের হত্যা করা হতে পারে।

সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানান তিনি।

নিহত ফরিদা বেগম খালা-চাচি দুই সম্পর্কে আত্মীয় হন জানিয়ে রুপজ আহমদ নামে এক যুবক জানান, তিনি ঢাকায় থাকেন। বাড়িতে বেড়াতে এসেছেন। সকালে তাদের কাছে ফোন যায় কে বা কারা তাদের ঘরে অ্যাটাক করেছে। কিন্তু পরবর্তীতে এসে হত্যাকাণ্ডের ঘটনা দেখতে পান। যেহেতু এসপির বাংলোর কাছেই ঘটনা, তাই বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করে হত্যাকারীদের আইনের আওতায় এনে চূড়ান্ত শাস্তির দাবি জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৪
এনইউ/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।