ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

জাতীয়

রাজবাড়ীতে অস্ত্র মামলায় যুবকের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৫, অক্টোবর ২৯, ২০২৪
রাজবাড়ীতে অস্ত্র মামলায় যুবকের যাবজ্জীবন

রাজবাড়ী: রাজবাড়ীতে অস্ত্র মামলায় আলম মণ্ডল (৪০) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে আরও সাত বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে আদালতের বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ মোসাম্মৎ জাকিয়া পারভীন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আলম মণ্ডল পাংশা উপজেলার পালেরডাংগী গ্রামের রমজান মণ্ডলের ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ১০ সেপ্টেম্বর পাংশা উপজেলার পা‌লেরডা‌ঙ্গী গ্রা‌মে অভিযান চা‌লি‌য়ে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান ও দুটি কার্তুজসহ আলমকে গ্রেপ্তার করে পাংশা থানার পুলিশ। প‌রে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মাসুদুল ইসলাম বাদী হয়ে থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেন। পরে দীর্ঘ শুনানি শেষে সাক্ষ্য প্রমাণ গ্রহণ করে আসামি আলম মণ্ডলকে অস্ত্র আইন ১৮৭৮ এর ১৯(এ) এবং ১৯(এফ) ধারার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে ১৯(এ) ধারায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১৯(এফ) ধারায় সাত বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন আদালত।

রাজবাড়ী আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট উজির আলী শেখ বলেন, আদালত দীর্ঘ শুনানি শেষে আসামি আলম মণ্ডলকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। রাষ্ট্রপক্ষ এই রায়ে সন্তুষ্ট। এর ফলে সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে।

বাংলাদেশ সময়: ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।