ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গরুচোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা, মামলায় আসামি ২ হাজার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, নভেম্বর ১, ২০২৪
গরুচোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা, মামলায় আসামি ২ হাজার

নড়াইল: নড়াইল সদরে মাইকে ঘোষণা দিয়ে গরুচোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যার ঘটনায় অজ্ঞাত দুই হাজার জনকে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ।

বুধবার (৩০ অক্টোবর) রাতে সদর থানার উপপরিদর্শক (এসআই) সুভাষ কুমার রায় বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল।

জানা গেছে, বুধবার ভোর ৪টার দিকে নড়াইল সদরের তুলারামপুর গ্রামের রেলব্রিজ সংলগ্ন এলাকায় হান্নান মোল্লার বাড়িতে হানা দেয় এক দল চোর। কুকুরের ডাকে গৃহকর্তা হান্নান মোল্লা বিষয়টি টের পেয়ে মুঠোফোন লোকজনকে খবর দেন। পরে স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোক জড়ো করেন। এসময় চোরেরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের ধাওয়া করে গণপিটুনি দেন স্থানীয়রা। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন এবং একজন পালিয়ে যান।

গণপিটুনিতে নিহতরা হলেন- বগুড়া জেলার শিবগঞ্জের জালাল উদ্দিনের পুত্র নুরন্নবী (২৯), একই উপজেলার জহুরুল ইসলামের ছেলে দুলাল মিয়া (২৪) ও নড়াইলের লোহাগড়ার তেলকাড়া গ্রামের হাফিজুল ইসলামে ছেলে জান্নাতুল শেখ (২১)।

এলাকাবাসী জানায়, একটি গরুচোর চক্র দীর্ঘদিন ধরে নড়াইলের বিভিন্ন এলাকা থেকে গরু চুরি করে আসছিল। এমনকি গরু চুরি করে নিয়ে যাওয়ার পর চিরকুট ফেলে যায় ‘গোয়াল আপনার, গরু আমাদের’। গত দুই মাসে এলাকা থেকে প্রায় ৪০টি গরুচুরির ঘটনা ঘটেছে। অনেকে লোন করে গরু কিনে পালন করছে, সেটা চোরের দল রাতের আঁধারে চুরি করে নিয়ে পরিবারটিকে পথে বসিয়ে দিচ্ছে। গরু চুরি ঠেকাতে এলাকাবাসী পাড়া মহল্লায় নিজেরা পালাক্রমে পাহারার ব্যবস্থা করেন, আর তাতেই চক্রটির তিনজন সদস্য ধরা পড়ে বিক্ষুব্ধ জনতার হাতে নিহত হন।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, গরু চুরি করতে এসে স্থানীয় জনতার গণপিটুনিতে তিন চোর নিহত হন। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। নিহত জান্নাতুলের নামে পাঁচটি, নূর নবীর নামে নয়টি এবং দুলালের নামে পাঁচটি করে মামলা পুলিশ রেকর্ডে রয়েছে। দেশের বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, অস্ত্র ও মাদকসহ বিভিন্ন অপরাধের মামলা রয়েছে। এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় আনা হবে।

আরও পড়ুন: নড়াইলে গরুচোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।