ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নিম্ন আয়ের মানুষের জন্য ফরিদপুরে চালু হলো জনতার বাজার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, নভেম্বর ২, ২০২৪
নিম্ন আয়ের মানুষের জন্য ফরিদপুরে চালু হলো জনতার বাজার

ফরিদপুর: নিম্ন আয়ের মানুষের জন্য ফরিদপুরে চালু করা হয়েছে জনতার বাজার। এ বাজার থেকে সব ধরনের সবজি কম মূল্যে ক্রয় করতে পারবে নিম্ন আয়ের মানুষ।

সপ্তাহে দুই দিন এ বাজার চালু থাকবে। পরবর্তীতে সাত দিনই বাজার চালু রাখার কথা জানিয়েছে আয়োজকরা।

ন্যায্য মূল্যে কৃষকের মাঠ থেকে তরতাজা সবজি সরাসরি ভোক্তার হাতে পৌঁছাতে ‘জনতার বাজার’ নামে সবজির বাজার চালু করা হয়েছে।

শনিবার (২ নভেম্বর) দুপুরে ফরিদপুর শহরের ডায়াবেটিক হাসপাতাল সংলগ্ন এলাকায় অস্থায়ীভাবে এই বাজারের উদ্বোধন করা হয়।

কনজ্যুমার ভয়েস বাংলাদেশ নামক একটি সংগঠনের আয়োজনে এ বাজার চালু করা হয়েছে। সপ্তাহের দুইদিন শনিবার ও বুধবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ বাজারে বিভিন্ন ধরনের সবজি বিক্রি করা হবে।

উদ্বোধনী দিনে আলু, পেঁয়াজ, বেগুন, রসুন, মরিচ, লাউসহ বিভিন্ন সবজি বাজার থেকে কম মূল্যে বিক্রি করা হয়।

বাজারে পেঁয়াজ ১২৫ টাকা কেজি হলেও এখানে বিক্রি করা হয় ১০৫ টাকায়, আলু বিক্রি করা হয় ৫৫ টাকা কেজি দরে, বাজারে বিক্রি হচ্ছে ৬৫ টাকা। আঁদা ১১০ টাকা কেজি, রসুন ২৩০টাকা, বাঁধাকপি ৫০টাকা, বেগুন ৫০টাকা, মুলা ৩৫ টাকা, মিষ্টি কুমড়া ৫০টাকা কেজি দরে বিক্রি করা হয়।

এছাড়াও সব ধরনের সবজি বাজার থেকে কেজি প্রতি ১০ থেকে ২০ টাকা কম দামে বিক্রি করা হচ্ছে। এ বাজারে কম দামে সবজি কিনে খুশি ক্রেতারা। তবে তাদের দাবি সবজির পাশাপাশি ডিমসহ অন্যান্য সামগ্রীও বিক্রি করা হোক।

সবজি কিনতে আসা ক্রেতা রাশেদা বেগম বলেন, এ ধরনের বাজার চালু করায় আমরা খুশি। প্রথমদিনেই এসে দেখছি সব সবজি এ বাজারে কম মূল্যে বিক্রি করা হচ্ছে। বাজারে পেঁয়াজ ১২৫ টাকা কেজি বিক্রি হচ্ছে, এখান থেকে ১০৫ টাকা কেজি দরে কিনেছি। এছাড়া আলু কিনেছি ৫৫ টাকা কেজি দরে।  

আরেক ক্রেতা সাব্বির হোসেন বলেন, সবজির পাশাপাশি এ বাজারে ডিম, ডালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিক্রি করলে আমরা আরো উপকৃত হতাম। আয়োজকদের কাছে দাবি জানাই সবজির পাশাপাশি অন্যান্য পণ্য যাতে বিক্রি করে তারা।  

জনতার বাজারে আসা আরেক ক্রেতা আয়শা হাবিব বলেন, এ বাজার সপ্তাহে দুই দিন চালু থাকবে। আমরা আশা করছি সপ্তাহের সাতদিনই এ বাজার চালু থাক। সাতদিন চালু থাকলে আমরা আরও উপকৃত হতাম।  

তিনি আরও বলেন, প্রথমদিনের বাজারে এসে বিভিন্ন সবজি কিনেছি। সব মিলিয়ে বাজার থেকে ১০০ টাকা কমে কিনতে পেরেছি। এ ধরনের উদ্যোগ নেওয়ায় সাধুবাদ জানাই আয়োজকদের।

কনজ্যুমার ভয়েস বাংলাদেশের সভাপতি মোস্তফা আমির ফয়সাল জানান, বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে নিম্ন আয়ের মানুষের জন্য এ বাজার চালু করা হয়েছে। সপ্তাহে দুই দিন এ বাজার চালু থাকবে, পরবর্তীতে সাতদিনই চালু রাখার ব্যবস্থা করা হবে।  

তিনি আরও জানান, এছাড়া সবজির পাশাপাশি অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রীও বিক্রি করা হবে। জেলা প্রশাসক স্যারের সাথে কথা হয়েছে তিনি আমাদের একটি উন্মুক্ত জায়গার ব্যবস্থা করে দিলে আমরা বৃহৎ পরিসরে বাজার বসাতে পারবো। তখন আরো বেশি মানুষ এখান থেকে বাজার করতে পারবে।  

মোস্তফা আমির ফয়সাল জানান, বাজারের চেয়ে জনতার বাজারে সব ধরনের সবজি কম মূল্যে বিক্রি করা হচ্ছে। কেজি প্রতি ১০ থেকে ২০ টাকা পর্যন্ত কম নেওয়া হচ্ছে। আশা করছি সামনের দিনগুলোতে আরও দাম কম নিতে পারবো। প্রথমদিনে জনতার বাজার থেকে তিন শতাধিক মানুষ সবজি ক্রয় করেছেন।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, নভেম্বর ১, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।