ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মহাখালীর রাস্তা আটকে মেডিকেল টেকনোলজি শিক্ষার্থীদের আন্দোলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২৪
মহাখালীর রাস্তা আটকে মেডিকেল টেকনোলজি শিক্ষার্থীদের আন্দোলন

ঢাকা: স্বতন্ত্র পরিদপ্তর গঠনসহ ৬ দাবিতে রাজধানীর মহাখালী-গুলশান লিংক রোড অবরোধ করে আন্দোলন করেছেন মেডিকেল টেকনোলজি ও ফার্মেসির শিক্ষার্থীরা। এতে ওই সড়কসহ আশপাশের রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

সোমবার (৪ নভেম্বর) বেলা ১১টার দিকে ‘বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদের’ ব্যানারে মহাখালী টিবি গেট সংলগ্ন স্বাস্থ‌্য অধিদপ্তরের নতুন ভবনের সামনের সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধের পর দুপুর ১টার দিকে কর্তৃপক্ষের আশ্বাস তারা সড়ক ছেড়ে দেন।

অবরোধ তুলে নেওয়ার বিষয়ে আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী সোহেল হাওলাদার বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি আমাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন। বিকেল ৫টায় দাবি বাস্তবায়ন নির্ধারণ করতে ছাত্র প্রতিনিধিদের সঙ্গে একটি সভা হবে। তাই আমরা আজকের মতো আন্দোলন স্থগিত করেছি। তবে যৌক্তিক সময়ের আমাদের দাবি মেনে নিতে যথাযথ পদক্ষেপ না নিলে আমরা আবার আন্দোলনে যাব৷ দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

তাদের দাবিগুলো হলো- স্বতন্ত্র পরিদপ্তর গঠন; ডিপ্লোমাধারীদের ১০ম গ্রেড (২য় শ্রেণির গেজেটেড) পদমর্যাদা প্রদান করে ডব্লিউএইচওর আনুপাতিক হারে পদ সৃষ্টি করে দ্রুত নিয়োগ দেওয়া; অগ্রাধিকার ভিত্তিতে ২০১৩ সালের স্থগিতকৃত নিয়োগ প্রক্রিয়া চালু করা; গ্র্যাজুয়েট মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের নবম গ্রেডের পদ সৃষ্টি পূর্বক চাকরিজীবীদের আনুপাতিক হারে পদোন্নতির নিয়ম বহাল রেখে স্ট্যান্ডার্ড সেট আপ নিয়োগবিধি করা; তাদের স্বাস্থ্য সুরক্ষা আইনে অন্তর্ভুক্ত করা।

শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে মহাখালী-গুলশান লিংক রোডের একপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ট্রাফিক পুলিশ উল্টোপাশের রাস্তায় দুই দিকের যান চলাচলের ব্যবস্থা করে। কিন্তু যান চলাচলের ধীরগতির কারণে ওই সড়কসহ বনানী, মহাখালী, গুলশান এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়৷ দীর্ঘ সময় যানজটের কারণে ভোগান্তিতে পড়েন ওইসব এলকায় চলাচলকারী যাত্রীরা।

এ বিষয়ে গুলশান ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আবু সায়েম নয়ন বলেন, কর্তৃপক্ষের আশ্বাসে দুপুর ১টার দিকে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দেন। বর্তমানে যান চলাচল স্বাভাবিক। তবে প্রায় দুই ঘণ্টা একপাশের রাস্তা বন্ধ থাকায় যাত্রীরা কিছুটা ভোগান্তিতে পড়েছেন।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২৪
এসসি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।