ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাংলাদেশে ‘গতিতেই সুস্বাস্থ্য’ ক্যাম্পেইন চালু করলো যুক্তরাষ্ট্র

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২৪
বাংলাদেশে ‘গতিতেই সুস্বাস্থ্য’ ক্যাম্পেইন চালু করলো যুক্তরাষ্ট্র

ঢাকা: যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) মাধ্যমে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস ‘গতিতেই সুস্বাস্থ্য’ ক্যাম্পেইনের উদ্বোধন করেছে।  

সোমবার (৪ নভেম্বর) এ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়, যার লক্ষ্য বাংলাদেশের নারী ও তরুণদের মধ্যে স্বাস্থ্য, পুষ্টি, শারীরিক সুস্থতা এবং মানসিক স্বাস্থ্যকে উৎসাহিত করা।

এ ক্যাম্পেইন নারীদের নিজেদের সুস্বাস্থ্যের বিষয়ে সিদ্ধান্ত নিতে যে সামাজিক প্রতিবন্ধকতাগুলো রয়েছে, সেগুলোকে মোকাবিলা করবে এবং একটি সহায়ক পরিবেশ গড়ে তোলার মাধ্যমে তাদের সমান সুযোগ পেতে উৎসাহিত করবে।

ইউএসএআইডি মিশন ডিরেক্টর রিড অ্যাশলিম্যান বলেন, সমাজের পূর্ণ সম্ভাবনা অর্জনের জন্য, আমাদের সবারই ভূমিকা রাখতে হবে যেন নারীরা, কিশোরী মেয়েরা এবং তরুণ সমাজ সমান সুযোগ পায় তাদের শিক্ষা সম্পন্ন করার, খেলাধুলায় অংশগ্রহণ করার, কিংবা নিজেদের স্বপ্ন পূরণের জন্য, যাতে তারা সবচেয়ে ভালো জীবনযাপন করতে পারে।

বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক ও ‘গতিতেই সুস্বাস্থ্য’ ক্যাম্পেইনের অ্যাম্বাসেডর নিগার সুলতানা জ্যোতি খেলাধুলায় সাফল্য অর্জনে চ্যালেঞ্জ মোকাবিলার অনুপ্রেরণাদায়ক যাত্রা সম্পর্কে জানান।  

তিনি বলেন, খেলাধুলা আমাকে শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী করেছে এবং আর্থিকভাবে স্বাবলম্বী হতে সাহায্য করেছে। আমি আশা করি, এ ক্যাম্পেইন অনেক তরুণীকে নিজেদের ওপর বিশ্বাস স্থাপন করতে এবং তাদের স্বপ্ন পূরণের পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।

ক্যাম্পেইনের অন্যান্য অ্যাম্বাসেডর হিসেবে জনপ্রিয় ব্যান্ড নেমেসিসের প্রধান গায়ক জোহাদ রেজা চৌধুরী এবং অভিজ্ঞ যোগব্যায়াম প্রশিক্ষক ও ঢাকা ফ্লো-এর প্রতিষ্ঠাতা শাজিয়া ওমরও অনুষ্ঠানে বক্তব্য দেন।

আগামী কয়েক মাস ধরে ‘গতিতেই সুস্বাস্থ্য’ ক্যাম্পেইনের অধীনে আঞ্চলিক এবং জাতীয় পর্যায়ে বিভিন্ন আউটরিচ ইভেন্ট আয়োজন করা হবে। যেখানে তরুণ, নারী ও কমিউনিটির সদস্যদের সঙ্গে ফিটনেস পেশাজীবী, স্বাস্থ্য বিশেষজ্ঞ ও সেলিব্রিটিরা একত্রিত হবেন এবং সুস্থ জীবনযাপনের প্রচার করবেন। এ ক্যাম্পেইনে পুরুষ ও কিশোরদেরও অন্তর্ভুক্ত করা হবে, যাতে তারা নারীর ক্ষমতায়ন ও কল্যাণে ভূমিকা রাখতে পারেন।

খেলবেই বাংলাদেশ এবং ঢাকা ফ্লো-এর সহযোগিতায় ‘গতিতেই সুস্বাস্থ্য’ ক্যাম্পেইন নগরায়ণ, স্থবির জীবনধারা এবং জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ মোকাবিলার ওপরও কাজ করবে এবং যুবসমাজকে আধুনিক বিশ্বের ইতিবাচক পরিবর্তনের জন্য স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলতে অনুপ্রাণিত করবে।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২৪ 
টিআর/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।