ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ট্রাভেল এজেন্সির ৬০ লাখ টাকা আত্মসাৎ করে ফ্ল্যাট কেনার অভিযোগে গ্রেপ্তার ১ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৭ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২৪
ট্রাভেল এজেন্সির ৬০ লাখ টাকা আত্মসাৎ করে ফ্ল্যাট কেনার অভিযোগে গ্রেপ্তার ১ 

ঢাকা: পুরানা পল্টনে ট্রাভেল এজেন্সির ৬০ লাখ টাকা আত্মসাৎ করে সেই টাকা দিয়ে ফ্ল্যাট কেনার অভিযোগে নিকসন মিয়া (৪০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পল্টন মডেল থানা পুলিশ।  

রোববার (০৩ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে ময়মনসিংহের গফরগাঁওয়ের শিলাসী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 

সোমবার (০৪ নভেম্বর) রাতে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।  

পল্টন থানা সূত্রের বরাত দিয়ে তিনি জানান, গত ২৮ অক্টোবর পুরানা পল্টনের আলগাজী ট্রাভেলসের কমিউনিকেশন ম্যানেজার মীর আহসান হাবিবের (৪৪) অভিযোগের পরিপ্রেক্ষিতে পল্টন থানায় একটি প্রতারণার মামলা হয়। মামলার এজাহারে বলা হয়, ২০১২ সালের মে মাসের এক তারিখ থেকে নিকসন মিয়া আলগাজী ট্রাভেলস অফিসের টিকেটের সেলসম্যান ও পরে টিকেটিং অফিসার হিসেবে নিয়োজিত ছিলেন। কর্মরত থাকাকালে নিকসন মিয়ার কোম্পানির টিকেট ইস্যুর দুটি আইডি ছিল। একটি আইডি কোম্পানির নামে ও একটি তার নিজের নামে। ওই আইডি দিয়ে নিকসন মিয়া টিকেট ইস্যু করতেন এবং ওটিপি নিকসন মিয়ার ই-মেইলে এবং কোম্পানির ই-মেইলেও আসতো। নিকসন মিয়া টিকেট ইস্যুর পরে মেইলগুলো মুছে ফেলতেন। গত ১৫ অক্টোবর নিকসন মিয়ার আচরণে সন্দেহ হলে কোম্পানির হিসাব ও জাজিরা এয়ারলাইন্স থেকে নিকসন মিয়ার ইস্যু করা টিকেটের হিসাবে গড়মিল পাওয়া যায়। পরবর্তী সময়ে জাজিরা এয়ারলাইন্স থেকে হিসাব বিবরণী নিলে নিকসন মিয়ার ইস্যুকৃত টিকেটের মূল্য বাবদ ৬০ লাখ ৯৩ হাজার ৭২০ টাকার গড়মিল পাওয়া যায়। তখন নিকসন মিয়ার কাছে হিসাব চাইলে তিনি উপস্থিত অফিসের অন্যান্যদের সামনে স্বীকার করেন যে গত ২০২২ সালের ২০ জুলাই থেকে ২০২৪ সালের ১৫ অক্টোবর পর্যন্ত তিনি ৬০ লাখ ৯৩ হাজার ৭২০ টাকা অফিসের অ্যাকাউন্টে জমা না দিয়ে, সেই টাকা দিয়ে কদমতলীর মুজাহিদ নগরে একটি ফ্ল্যাট কিনেছেন। নিকসন মিয়া সেই টাকা ফেরত দেবেন বলে কোম্পানির নামে তিন লাখ ও ১৬ লাখ ১৪ হাজার ৫৩৪ টাকার দুটি চেক দেন এবং বাকি টাকা কোম্পানিতে কাজ করে পর্যায়ক্রমে পরিশোধ করবেন বলে জানান। কিন্তু নিকসন মিয়া ২৪ অক্টোবর থেকে অফিসে আর আসেননি। নিকসন মিয়াকে অফিসের দুটি মোবাইল  ফোন থেকে কল করা হলেও তাকে পাওয়া যায়নি।

থানা সূত্রে তিনি আরও জানান, তদন্তাধীন এ মামলায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ৩ নভেম্বর রাত সাড়ে ১২টার দিকে ময়মনসিংহের গফরগাঁওয়ের শিলাসী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  

বাংলাদেশ সময়: ০০৫৫ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২৪
এমএমআই/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।