ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিলেটে বালুবোঝাই ট্রাকচাপায় তরুণ নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২৪
সিলেটে বালুবোঝাই ট্রাকচাপায় তরুণ নিহত

সিলেট: সিলেটে বালুবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গুলজার আহমদ (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন।  

বুধবার (৬ নভেম্বর) বিকেলে সিলেট-তামাবিল সড়কে জৈন্তাপুর উপজেলার ডিবিরহাওড় লাল শাপলা বিল সংলগ্ন কদমখাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পেশায় একজন ফার্নিচারের নকশা কারিগর গুলজার আহমদ উপজেলার ৪নং দরবস্ত ইউনিয়নের লামা মহাইল গ্রামের ফখরুল ইসলামের ছেলে।

হাইওয়ে পুলিশ জানায়, ঘটনার সময় মোটরসাইকেল যোগে চাচাতো ভাইদের সঙ্গে খালার বাড়ি কদমখাল যাচ্ছিলেন গুলজার। পথিমধ্যে ডিবিরহাওড় লালশাপলা বিলের প্রবেশ মুখে পৌঁছালে বালুবোঝাইএকটি ট্রাকের (ঢাকা মেট্রো-ট-২০-১৫৭১) সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের পেছনে থাকা গুলজার ছিটকে ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনায় মোটরসাইকেলের ওপর দুই আরোহী আহত হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ সময় আঞ্চলিক মহাসড়কের উভয়পাশে তীব্র যানজট সৃষ্টি হয়।

এ বিষয়ে তামাবিল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে করেছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে এবং ট্রাকটিকে আটক করলেও চালক পালিয়ে যান। বর্তমানে ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২৪
এনইউ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।