ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বরিশালে টেঁটা দিয়ে কুপিয়ে তিনজনকে জখম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৪
বরিশালে টেঁটা দিয়ে কুপিয়ে তিনজনকে জখম

বরিশাল: বরিশালের গৌরনদী উপজেলায় ঘেরে জোরপূর্বক মাছ ধরায় বাধা দেওয়ায় টেঁটা দিয়ে কুপিয়ে তিনজনকে গুরুতর জখম করা হয়েছে।  

শনিবার (৯ নভেম্বর) বিকেলে উপজেলার পূর্ব শরিফাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।  

হাসপাতালে শয্যাশায়ী আহত খোকন হাওলাদারের ছোট ভাই জহিরুল ইসলাম অভিযোগ করে বলেন, আমাদের মাছের ঘের থেকে বিকেলে একই গ্রামের সাহেব আলী মৃধার ছেলে মিলন মৃধা, কুদ্দুস মৃধার ছেলে পারভেজ ও আশিক মৃধা জোরপূর্বক মাছ ধরে নিয়ে যাচ্ছিলেন। এ সময় আমার বড় ভাই খোকন হাওলাদার, রতন হাওলাদার ও আমার শ্যালক রিয়াজ হোসেন তাদের বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে ওই তিনজনকেই হাতুড়ি দিয়ে পিটিয়ে ও টেঁটা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন অভিযুক্তরা। এ ঘটনায় রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।  

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া জানান, তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১০৩৯ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৪
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।