ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নিউমার্কেট থেকে চুরি হওয়া বাইক নাটোরে উদ্ধার, গ্রেপ্তার ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৪
নিউমার্কেট থেকে চুরি হওয়া বাইক নাটোরে উদ্ধার, গ্রেপ্তার ২

ঢাকা: রাজধানী আইডিয়াল কলেজের সামনে থেকে চুরি হওয়া মোটরসাইকেলসহ দুই চোরকে গ্রেপ্তার করেছে নিউমার্কেট থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাত ১০টার দিকে নাটোরের বড়াইগ্রাম থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তাররা হলেন- মোহাম্মদ আল ইমরান ও তানিম আহমেদ। এদের মধ্যে ইমরান নিউমার্কেট থানার আইডিয়াল কলেজের সামনে থেকে প্রায় ৫ লাখ ২০ হাজার টাকা মূল্যের মোটরসাইকেলটি চুরি করেন।  

এ সংক্রান্ত মামলার এজাহারে উল্লেখ করা হয়, ধানমন্ডির বাসিন্দা আতিকুর রহমানের ছেলে আশফিকুর রহমান মোটরসাইকেলটি বিক্রির উদ্দেশে অনলাইনে বিজ্ঞপ্তি দেন। বিজ্ঞপ্তি দেখে গত ৩ নভেম্বর সন্ধ্যায় মোটরসাইকেলটি দেখতে এসে ‘চালিয়ে দেখা’র কথা বলে বাইক নিয়ে পালিয়ে যান ইমরান। এ বিষয়ে নিউমার্কেট থানায় মামলা দায়ের হলে ইমরানের অবস্থান ট্র্যাক করে নাটোরের বড়াইগ্রাম থানার আহমেদপুর বাজার থেকে বাইকটি উদ্ধার করা হয়।  

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা নিউমার্কেট থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার তারিক লতিফের নির্দেশনায় ও সার্বক্ষণিক তত্ত্বাবধানে প্রায় এক সপ্তাহ মামলাটির তদন্ত করি। আধুনিক প্রযুক্তির সহায়তায় ইমরানের অবস্থান শনাক্ত করে বাইকটি উদ্ধার করি।

তিনি আরও জানান, দামি বাইক চুরি করে কম দামে বিক্রির উদ্দেশ্য ছিল ইমরানের। বাইকটি ঢাকায় বিক্রি করতে না পেরে নাটোর নিয়ে যাওয়া হয়। সেখানে বাইকটি বিক্রিতে তানিম তাকে সাহায্য করছিল। সবশেষে বৃহস্পতিবার রাত ১০টার দিকে নাটোর থেকে তাদের বাইকসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠালে আদালত তাদের জেলহাজতে রাখার নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৪
এমএমআই/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।