ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সারদায় প্রশিক্ষণরত আরও ৩ এসআই বরখাস্ত

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৯ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৪
সারদায় প্রশিক্ষণরত আরও ৩ এসআই বরখাস্ত

রাজশাহী: শৃঙ্খলা ভাঙার দায়ে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত আরও তিন শিক্ষানবিশ উপ-পরিদর্শককে (এসআই) চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।  

সোমবার (১৮ নভেম্বর) পুলিশ একাডেমি কর্তৃপক্ষ এ সংক্রান্ত আদেশ জারি করে বলে জানান বাংলাদেশ পুলিশ সদরদপ্তরের মুখপাত্র এআইজি (মিডিয়া) ইনামুল হক সাগর।

 

তিনি জানান, প্রশিক্ষণ মাঠে শৃঙ্খলা ভাঙার বিষয়ে যথাযথ জবাব দিতে না পারার কারণে তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

গত ২১ অক্টোবর ৪০তম এসআই ক্যাডেট ব্যাচের প্রশিক্ষণরত ২৫২ জনকে এবং ও ৪ নভেম্বর একই ব্যাচের আরও ৫৮ জনকে বরখাস্ত করা হয়। তাদের বিরুদ্ধেও ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ছিল। সব মিলিয়ে এ ব্যাচের ৩১৩ জন প্রশিক্ষণার্থী এসআইকে বরখাস্ত করা হলো।

সোমবার অব্যাহতি পাওয়া তিনজনকে গত ১৩ নভেম্বর শোকজ করা হয়েছিল। ‘কৈফিয়ত তলবনামা’ শিরোনামের ওই চিঠিতে বলা হয়, গত ১২ নভেম্বর জিমনেসিয়ামে ক্যাডেট এসআইদের রাত্রিকালীন কমবাইন্ড ক্লাস ছিল। ওই ক্লাসে যাওয়ার সময় কোম্পানির সিএইচএম যথাসময়ে ফলইন করিয়ে রওনা করেন। কিছুদূর যাওয়ার পর তারা মূল দল থেকে আলাদা হয়ে যান।  

বারবার দলের সঙ্গে মিলে সঠিকভাবে মার্চিং করে যেতে বললেও তারা কোম্পানির সিএইচএমের কথা না শুনে কমান্ড অমান্য করে সঠিকভাবে মার্চিং না করে উচ্চস্বরে হইচই করতে থাকেন। এ ধরনের শৃঙ্খলাবিরোধী আচরণ বাংলাদেশ পুলিশ একাডেমির নিয়ম-শৃঙ্খলার পরিপন্থী বলে কোম্পানি সিএইচএম প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য লিখিত প্রতিবেদন দাখিল করেন।

এর পরিপ্রেক্ষিতে কেন চলমান মৌলিক প্রশিক্ষণ থেকে অব্যাহতি দেওয়া হবে না, তার সন্তোষজনক ব্যাখ্যা কৈফিয়ত তলবনামা প্রাপ্তির পরবর্তী তিন দিনের মধ্যে দাখিলের জন্য নির্দেশ প্রদান করা হয়। তবে কারণ দর্শানোর নোটিশের পর জবাব সন্তোষজনক না হওয়ায় তাদের বরখাস্ত করা হয় বলে জানা যায়।

বাংলাদেশ সময়: ১১৫৭ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৪
এসএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।