ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শ্রীবরদীতে পানিতে ডুবে যমজ শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৪
শ্রীবরদীতে পানিতে ডুবে যমজ শিশুর মৃত্যু প্রতীকী ছবি

শেরপুর: শেরপুরের শ্রীবরদী উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই যমজ শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) দুপুরে শ্রীবরদীর ভেলুয়া ইউনিয়নের ঢনঢনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

 

মৃত শিশু দুজনের নাম, রেজুওয়ানা ও রেজবানা।  

দুজনেরই বয়স দের বছর। শেরপুর সদর উপজেলার কৃষ্ণপুর এলাকায় রাকিবুল ইসলাম রকির সন্তান।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই দুই শিশু বেশির ভাগ সময় নানার বাড়ি শ্রীবরদীর ঢনডনিয়াতেই থাকতো। বুধবার ২০ নভেম্বর সকালে খেলতে বের হয়ে এক পর্যায়ে সবার অজান্তে বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর দুপুরে ওই পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার জাহিদ।  

তিনি বলেন, মৃত শিশুদের সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তে মরদেহ দাফন করার জন্য আবেদন করা হলে, মরদেহ তাদের হাতে হস্তান্তর করা হয়। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।