ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

২৫ নভেম্বর সোহরাওয়ার্দীতে সমাবেশ করবে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২৪
২৫ নভেম্বর সোহরাওয়ার্দীতে সমাবেশ করবে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ

ঢাকা: দুর্নীতিবিরোধী বিশেষ আইন প্রণয়ণের দাবিতে আগামী ২৫ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সংহতি সমাবেশ করার কথা জানিয়েছে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ নামে একটি সামাজিক সংগঠন।

শুক্রবার (২২ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরম খাঁ হলে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান সমাবেশের আয়োজক সংগঠনের নেতারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের সদস্য মো. মাহবুবুল আলম চৌধুরী বলেন, দেশের বিভিন্ন অঞ্চল থেকে এক কোটি ৮০ লাখ মানুষের অনুসমর্থনের ভিত্তিতে একটি বিশেষ আইন প্রণয়নের জন্য গত চার বছর ধরে আমাদের এ সংগঠন কাজ করছে। গত ১৮ আগস্ট শাহবাগ চত্বরে এক সংহতি সমাবেশের মাধ্যমে আমরা প্রধান উপদেষ্টা বরাবর এ দুর্নীতিবিরোধী বিশেষ আইনের খসড়া জমা দিয়েছি। তারই ধারাবাহিকতায় একই দাবিতে আগামী ২৫ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সংহতি সমাবেশ করবো।

তিনি আরও বলেন, এখনো আমরা সমাবেশ করার জন্য ডিএমপি থেকে অনুমতি পাইনি। তবে আশা করি আজ-কালের মধ্যেই অনুমতি পেয়ে যাবো।

মাহবুবুল আলম চৌধুরী বলেন, অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ জনগণের স্বার্থে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা বিশ্বাস করি, এ আইন প্রণয়নের মাধ্যমে দেশের মৌলিক পরিবর্তন সাধিত হবে। কারণ এ আইনের আওতায় উপজেলা পর্যায়ে গণশুনানির ব্যবস্থা থাকবে। যার মাধ্যমে দেশের মধ্যে পুঞ্জীভূত কালো টাকা উদ্ধার করার বিশেষ ব্যবস্থা থাকবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের সদস্য নাঈম চৌধুরী, খোন্দকার জসিম উদ্দিন, মো. বেলাল হোসেন, মেহেদী হাসান, কামাল হোসেন আজাদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২৪
এসসি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।