ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী-ডেমরা রোডে তিন কলেজের সংঘর্ষের ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সন্ধ্যা পর্যন্ত চিকিৎসা নিচ্ছেন আনুমানিক ৩০ থেকে ৩৫ জন। আহতদের মধ্যে তিন কলেজের ছাত্র ছাড়াও পথচারী ও সিএনজিচালিত অটোরিকশাচালকও আছেন।
সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক এ তথ্য জানান।
তিনি বলেন, ডেমরা-যাত্রাবাড়ী এলাকায় তিন কলেজের সংঘর্ষের ঘটনায় দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আনুমানিক ৩০ থেকে ৩৫ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। আহতদের মধ্যে দুই-একজন পথচারীও আছেন বলে জানা গেছে। তবে সর্বোচ্চ সংখ্যক আহত হয়েছেন কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। এ সংঘর্ষের ঘটনায় ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের মিয়া হোসেন নাফি নামে একজন শিক্ষার্থী আহত হয়েছেন।
বেলা ১২টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। এরপর থেকে আহতদের হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
কবি নজরুল কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের আহত ছাত্ররা জানান, গতকাল দুটি কলেজে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায় ডেমরার ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা। সেই ঘটনায় আহত হয়েছেন অনেকেই। তার প্রতিবাদ জানাতে আজ এই দুই কলেজের শিক্ষার্থীরা মাহবুবর রহমান মোল্লা কলেজে গিয়েছিলেন। সেখানে গেলে তাদের ওপর হামলা করে সেখানকার ছাত্র ও এলাকার লোকজন। এতে অনেক শিক্ষার্থী আহত হয়েছেন।
বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৪
এজেডএস/এমজেএফ