ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বিনা পাসে সুন্দরবনে প্রবেশের অভিযোগে ৪৩ জেলে আটক, জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৪
বিনা পাসে সুন্দরবনে প্রবেশের অভিযোগে ৪৩ জেলে আটক, জরিমানা

সাতক্ষীরা: বিনা পাসে সুন্দরবনে প্রবেশের অভিযোগে আটক ৪৩ জন জেলেকে মোট তিন লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে বনবিভাগ।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের অভয়ারণ্য ঘোষিত হলদেবুনিয়া, নটাবেকী ও পুষ্পকাটি এলাকা থেকে ১০টি জেলে নৌকা ও মাছ ধরার সরঞ্জামসহ তাদের আটক করা হয়।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো. মশিয়ার রহমান বলেন, আটক জেলেরা অপরাধ স্বীকার করেছেন। এছাড়া তারা পরে সুন্দরবনে কোনো অপকর্মে সম্পৃক্ত হবেন না বলে মুচলেকা দিয়েছেন। এজন্য তাদের বন আইনে (সিওআর) মোট তিন লাখ ১০ হাজার টাকা জরিমানা করে মুক্তি দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।