ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

নলডাঙ্গায় চালককে কুপিয়ে ইজিবাইক ছিনতাই, ৬ ডাকাত গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৪
নলডাঙ্গায় চালককে কুপিয়ে ইজিবাইক ছিনতাই, ৬ ডাকাত গ্রেপ্তার

নাটোর: নাটোরের নলডাঙ্গায় চালককে কুপিয়ে ব্যাটারিচালিত ইজিবাইক ছিনিয়ে নেওয়ার ঘটনায় নওগাঁ থেকে এক নারীসহ আন্তঃজেলা ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ইজিবাইকটি উদ্ধার করা হয়েছে।

 

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানান নাটোরের পুলিশ সুপার (এসপি) মারুফাত হুসাইন।  

এর আগে বুধবার (১৮ ডিসেম্বর) রাতে নওগাঁর বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তাররা হলেন- নওগাঁর মান্দা থানার আবিদ্য গ্ৰামের নাসিরুদ্দিন প্রামাণিকের ছেলে শান্ত ইসলাম (২৪), চক-বালু গ্রামের গয়েশ উদ্দিনের ছেলে রাকিবুল হাসান (২৩), রাণীনগর উপজেলার বিসিয়া গ্রামের ইউসুফ সর্দারের ছেলে নাঈম সরদার (২৪), বদলগাছী থানার কলার পালশা মধ্যপাড়ার আব্দুল মন্ডলের ছেলে আসাদুল ইসলাম (৪২), বদলগাছী থানার বিলাসবাড়ী এলাকার মৃত আলম হোসেনের মেয়ে মোছা. নিশা (২২), এবং নওগাঁ সদরের আরজি নওগাঁ মহল্লার মৃত আহাদ আলীর ছেলে হারুনুর রশিদ (৫২)।

এসপি মারুফাত হুসাইন জানান, গত ২৪ নভেম্বর রাতে নাটোর রেলওয়ে স্টেশন বাজারের একতা মোড়ে ইজিবাইক নিয়ে যাত্রীর অপেক্ষায় ছিলেন ইজিবাইক চালক আব্দুস সোবাহান। এ সময় এক নারীসহ ছয়জন ডাকাত সদস্য যাত্রীবেশে নওগাঁর আত্রাই যাওয়ার জন্য ইজিবাইক রিজার্ভ ভাড়া করেন।  

পরে নলডাঙ্গার বীরকুৎসা দুর্লভপুর ব্রিজের ওপর পৌঁছামাত্র যাত্রীবেশে থাকা ডাকাত সদস্যরা চালককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে মোবাইলফোন ও টাকাসহ ইজিবাইকটি নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় চালক আব্দুস সোবাহান নলডাঙ্গা থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিদের শনাক্ত করে বগুড়া ও নওগাঁর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তারে করে এবং ইজিবাইকটি উদ্ধার করা হয়।  

এসপি আরও বলেন, জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার ছয় ডাকাত সদস্যকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।  

এ সময় জেলা পুলিশ কর্মকর্তাসহ নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।