ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

উলিপুরে যৌতুক ও বাল্যবিয়ে রোধে স‌চেতনতামূলক উঠান বৈঠক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২৪
উলিপুরে যৌতুক ও বাল্যবিয়ে রোধে স‌চেতনতামূলক উঠান বৈঠক

ঢাকা: কু‌ড়িগ্রা‌মের উলিপুর উপ‌জেলায় যৌতুক ও বাল‌্যবিয়ে প্রতি‌রো‌ধে স‌চেতনতামূলক উঠান বৈঠক করা হ‌য়ে‌ছে।

শ‌নিবার (২১ ডি‌সেম্বর) দুপু‌রে ব্রহ্মপুত্র নদবে‌ষ্টিত উপ‌জেলার বুড়াবু‌ড়ি ইউনিয়‌নের জলাংগারকু‌ঠি দুর্গম চ‌রে বসুন্ধরা শুভসংঘ স্কুলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বসুন্ধরা শুভসংঘের উপজেলার শাখার উপদেষ্টা স্বাস্থ্যকর্মী বি এম আব্দুল ওহাব শাহ সভাপতিত্ব করেন। বৈঠকে বক্তব্য দেন সভাপ‌তি নূ‌রে আলম সি‌দ্দিকী, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান মানু, বৈষম্যবি‌রোধী ছাত্র আন্দোল‌নের কু‌ড়িগ্রাম শাখার ১ নম্বর যুগ্ম আহ্বায়ক ও শুভসং‌ঘের সহসভাপ‌তি আইনুল ইসলাম, শুভসংঘ স্কু‌লের শিক্ষক আবু সাঈদ, অভিভাবক হায়দার আলী ও আবু বক্কর সি‌দ্দিক।

বৈঠকে বক্তারা আরও ব‌লেন, যৌতুক ও বাল্যবিয়ে এক‌টি সামা‌জিক ব্যাধি। যৌতু‌কের কার‌ণে অধিকাংশ বিবাহিত নারী শারীরিক এবং মানসিক নির্যাতনের শিকার হন। যৌতুক ও বাল্যবিয়ে ধর্মীয় ও আইনের পরিপন্থি। সবাইকে নিজ নিজ জায়গা থে‌কে পা‌রিবা‌রিক সচেতনতা গড়ে তুল‌তে হ‌বে।

সচেতনতা ছাড়া যৌতুক ও বাল্যবিয়ে রোধ করা সম্ভব নয়। এছাড়া যৌতুক ও বাল্যবি‌য়ের নানা ক্ষ‌তিকারক দিক তু‌লে ধরেন বক্তারা।

এসময় বুলবু‌লি বেগম (৩৮), মাসুদা বেগম (২৯) ও আমেনা (৩২) ব‌লেন, যৌতুক ও বাল্যবি‌য়ে সম্প‌র্কে আমরা আগে এতো কিছু জানতাম না। বি‌য়ে দি‌তে গে‌লে কিছু দি‌তে হয় এটা জানতাম। কিন্তু এটা যে খারাপ সেটা আজ আপনা‌দের মাধ্যমে জানলাম। এখন থে‌কে কেউ বাল্যবি‌য়ে দি‌তে চাইলে আমরা অভিভাবকদের বোঝাব, যা‌তে কেউ বাল্যবিয়ে না দেয়। এছাড়া যৌতুকের বিরু‌দ্ধেও আমরা সামা‌জিক সচেতনতা গ‌ড়ে তুলব।

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২৪
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।