ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

সংবাদ পাঠক সালেহ আকরাম আর নেই

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২৪
সংবাদ পাঠক সালেহ আকরাম আর নেই

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) স্বনামধন্য সংবাদ পাঠক সালেহ আকরাম মারা গেছেন। শনিবার (২১ ডিসেম্বর) দিনগত রাত ২টা ৩০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন তিনি।

 

তার বয়স হয়েছিল ৭০ বছর। রোববার (২২ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ টেলিভিশনের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

আগামী ২৪ ডিসেম্বর তার জানাজা বাদ আসর ধানমন্ডি ঈদগাহ মসজিদে অনুষ্ঠিত হবে বলেও বিটিভির ফেসবুক পেজে জানানো হয়।

সালেহ আকরামের জন্ম ফরিদপুর। তিনি পড়ালেখা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সত্তরের দশকে তিনি সংবাদ পাঠক হিসেবে যোগ দেন বাংলাদেশ টেলিভিশনে। দেশের বরেণ্য সংবাদ পাঠকদের মধ্যে অন্যতম তিনি। পরে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির সঙ্গে যুক্ত হন।

বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।