ঢাকা, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

জাতীয়

নাজিরপুরে ২ রোহিঙ্গা যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৩৬, ডিসেম্বর ২৩, ২০২৪
নাজিরপুরে ২ রোহিঙ্গা যুবক আটক আটক ২ রোহিঙ্গা

পিরোজপুর: পিরোজপুরের নাজিরপুর উপজেলার চিথলিয়া এলাকা থেকে দুই রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ।  

রোববার (২২ ডিসেম্বর) সন্ধ্যার দিকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- কক্সবাজারের উখিয়া উপজেলার জি-ক্যাম্প ১৪ ট্যাংকখালী হাকিম পাড়া এলাকার আনোয়ার আলীর ছেলে রোহিঙ্গা মনির আলম (৪০) ও একই ক্যাম্পের জাহিদ হোসেনের ছেলে মো. শফিক (২১)।  

নাজিরপুর থানায় সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান।

সংবাদ সম্মেলনে তিনি জানান, তারা কী উদ্দেশে এসেছেন এবং কারা এনেছেন সে বিষয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ০১৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।