ঢাকা, মঙ্গলবার, ২৬ ফাল্গুন ১৪৩১, ১১ মার্চ ২০২৫, ১০ রমজান ১৪৪৬

জাতীয়

তেল কম দেওয়ার অভিযোগে লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২২ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২৪
তেল কম দেওয়ার অভিযোগে লাখ টাকা জরিমানা

কুষ্টিয়া: কুষ্টিয়ার ভেড়ামারায় তেল কম দেওয়ার অভিযোগে খালেক ফিলিং স্টেশন নামে একটি পাম্পে অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার সময় কুষ্টিয়ার ভেড়ামারা শহরের রেলগেট সংলগ্ন এই পাম্পে অভিযান চালায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার হোসাইনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, খালেক ফিলিং স্টেশনে তেল কম দেওয়ার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এসময় অভিযোগের সত্যতা পাওয়ায় ওই ফিলিং স্টেশনকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং পৌর এলাকায় সুতার কারখানায় নকল বিএসটিআই এর লোগো ব্যবহার করায় ফ্যাক্টরির ম্যানেজারকে ২৫ হাজার টাকা জরিমানা ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার হোসাইন বলেন, পাম্পে তেল কম দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় ১মবারের মতো তাদের এক লাখ টাকা জরিমানা করে সতর্ক করা হয়েছে। পুনরায় এ ধরনের ঘটনা ঘটলে তাদের বিরুদ্ধে আরও কঠিন শাস্তি দেওয়া হবে। এছাড়া নকল বিএসটিআই এর লোগো ব্যবহার করায় ফ্যাক্টরির ম্যানেজারকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২৪
আরএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।