ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

আনিসুল হকের ‘১৪৬ কোটি টাকার অবৈধ সম্পদ’ অর্জনের অভিযোগে মামলা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৫
আনিসুল হকের ‘১৪৬ কোটি টাকার অবৈধ সম্পদ’ অর্জনের অভিযোগে মামলা বর্তমানে কারাগারে আছেন আনিসুল হক। ফাইল ছবি

ঢাকা: জ্ঞাত আয়বহির্ভূত ১৪৬ কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১ জানুয়ারি) দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ বাদী হয়ে মামলাটি দায়ের করেন সংস্থাটির উপ-পরিচালক জাহাঙ্গীর আলম।

দুদকের মহাপরিচালক আক্তার হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

মামলায় আনিসুল হকের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১৪৬ কোটি ১৯ লাখ ৭০ হাজার ৯৬ টাকার সম্পদের মালিকানা অর্জনপূর্বক দখলে রেখে ও ২৯টি ব্যাংক হিসাবে ৩৪৯ কোটি ১৫ লাখ ২১ হাজার ৫৮২ টাকা লেনদেনের অভিযোগ আনা হয়।

তিনি বলেন, প্রজাতন্ত্রের একজন সরকারি কর্মচারী হয়ে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধ সম্পদের মালিক হয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকালে বিভিন্ন সময়ে ২৯টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৬৬৫ কোটি টাকা সন্দেহজনক লেনদেন করেন তিনি।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতন হয়। প্রধানমন্ত্রীর পদ ছেড়ে সেদিনই ভারতে পালিয়ে যান আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা। তার আগে-পরে বিদেশে পালান সরকারের মন্ত্রী-এমপিরা এবং দলের নেতা-কর্মীরা।

অবশ্য আনিসুল হক দেশে আত্মগোপনে ছিলেন। পরে পালানোর সময় তাকে রাজধানীর সদরঘাট থেকে গ্রেপ্তার করার কথা জানায় আইনশৃঙ্খলা বাহিনী। সেদিন তার সঙ্গে ধরা পড়েন শেখ হাসিনার সরকারের উপদেষ্টা সালমান এফ রহমানও।

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২৫
এসএমএকে/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।