ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

মোংলা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপ‌তি মাহমুদ, সাধারণ সম্পাদক সরোয়ার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৫ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৫
মোংলা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপ‌তি মাহমুদ, সাধারণ সম্পাদক সরোয়ার অনুষ্ঠানে অতিথিরা

খুলনা: চলমান অচলাবস্থা কাটাতে মোংলা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন করা হয়েছে। সাধারণ সদস্যের ঐক্যমতের ভিত্তিতে সভাপতি মনোনীত হয়েছেন অ্যাসোসিয়েশনের বার বার নির্বাচিত সাধারণ সম্পাদক মো. মাহমুদ আহসান টিটো।

আর সাধারণ সম্পাদক হয়েছেন মো. সরোয়ার হোসেন।

রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যায় খুলনা নগরীর এমএ বারি সড়কে সিএন্ডএফ ভবনে পুনর্গঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নতুন সভাপতি মাহমুদ আহসান টিটো।

এ সময় অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ সামসুল আলম, সহ-সভাপতি মো. সিরাজুল ইসলাম, খন্দকার মো. সাজ্জাদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাভেদ হোসেন, মো. নেছার উদ্দিন, সাংগাঠনিক সম্পাদক সেলিমুজ্জামান জনি, অর্থ সম্পাদক মুহাম্মদ মোমিনুল ইসলাম, কাস্টমসবিষয়ক সম্পাদক মো. আমজাদ হোসেন, সহ-কাস্টমসবিষয়ক সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, বন্দরবিষয়ক সম্পাদক মো. ফরিদুল ইসলাম, সহ-বন্দরবিষয়ক সম্পাদক মো. জাহিদুল আলম, দপ্তর ও প্রচারবিষয়ক সম্পাদক মো. অহিদুজ্জামান সুমন, তথ্য প্রযুক্তি, প্রশিক্ষণ ও আইনবিষয়ক সম্পাদক মো. তৌহিদুজ্জামান সুমন, সাংস্কৃতিক ক্রীড়া শ্রম ও সমাজ কল্যাণবিষয়ক সম্পাদক মো. সাইফুল ইসলাম জুয়েল, নির্বাহী সদস্য মো. মোশাররফ হোসেন, মো. আবুল হোসেন, পঙ্কজ রায়, জুবায়ের আহম্মেদ ভুঞা, মো. সুমন হোসেন উপস্থিত ছিলেন।

সভায় সভাপতির বক্তব্যে মাহমুদ আহসান টিটো বলেন, গত ৫ আগস্ট স্বৈরাচার সরকারের পতনের পর সৃষ্ট অচলাবস্থায় শ্রম অধিদপ্তরের নির্দেশে গঠনতন্ত্র মেনে কার্যনির্বাহী কমিটি পুনর্গঠন করা হয়েছে। কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় অ্যাসোসিয়েশনে স্থিতিশীলতা ফিরে আসায় আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি এবং সংগঠনের সব সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। মোংলা বন্দর তথা খুলনা অঞ্চলের ব্যবসা বা‌ণি‌জ্যে গতিশীলতা আনার জন্য আগামী দিনে আমাদের নেতৃত্বের সুচিন্তাযুক্ত কার্যক্রমের মাধ্যমে আমাদের কার্যক্রমকে এগিয়ে যেতে পারি তার জন্য সবার কাছে দোয়া চাই।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হলে কমিটির অনেকেই আত্মগোপন করেন। পরে কমিটি গঠন নিয়ে অচলাবস্থা দেখা দিলে দীর্ঘদিন অ্যাসোসিয়েশনের কার্যালয় তালাবদ্ধ ছিল। এতে ব্যবসা-বাণিজ্য ব্যাহত হয়।

সম্প্রতি অ্যাসোসিয়েশনের কার্য‌নির্বাহী কমিটির বৈঠকে সাবেক সভাপতি সুলতান হোসেন খান ও সাধারণ সম্পাদক লিয়ায়ত হোসেনসহ ছাত্র-জনতার বিপক্ষে অবস্থান নেওয়া সাতজন সদস্যকে অ্যাসোসিয়েশন থেকে অপসারণ করা হয়। একইসঙ্গে গঠনতন্ত্র অনুযায়ী বার বার নির্বাচিত সাধারণ সম্পাদক মাহমুদ আহসান টিটোকে সভাপতি হিসেবে কোঅপ্ট করা হয়। একইসঙ্গে প্রকৃত ও দল নিরপেক্ষ আরও ছয় ব্যবসায়ীকে কমিটি‌তে অন্তর্ভুক্ত করা হয়।

বাংলাদেশ সময়: ০৯৪৪ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২৫
এমআরএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।