ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

কলারোয়ায় মসজিদের ডিজিটাল বোর্ডে ভেসে উঠল ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৪ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৫
কলারোয়ায় মসজিদের ডিজিটাল বোর্ডে ভেসে উঠল ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’

সাতক্ষীরা: এবার সাতক্ষীরার কলারোয়ায় মসজিদের ডিজিটাল সাইন বোর্ডে ভেসে উঠেছে ‘জয়বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা।

সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কলারোয়া উপজেলার শেখ আমানুল্লাহ কলেজ সংলগ্ন ইউরেকা ফুয়েল পাম্প কমপ্লেক্স জামে মসজিদের ডিজিটাল সাইন বোর্ডে এ লেখা ভেসে ওঠে।

 

প্রত্যক্ষদর্শী স্থানীয় সাংবাদিক তাফহীমুল ইসলামসহ কয়েকজন জানান, মাগরিবের নামাজের পর তারা চা খেতে মসজিদের সামনে যান। এসময় হঠাৎ মসজিদের দ্বিতীয় তলার বাইরের দেয়ালে থাকা ডিজিটাল সাইন বোর্ডে ‘জয়বাংলা, জয় বঙ্গবন্ধু, বিডি ৭১ হ্যাকার’ লেখা দেখেন তারা। এর এক-দুই মিনিট পরেই বিদ্যুৎ চলে যায়। বিষয়টি ভালো করে পর্যবেক্ষণ করার জন্য তারা অপেক্ষা করতে থাকেন। কিছুক্ষণ পর বিদ্যুৎ এলে সেই ডিজিটাল সাইন বোর্ডে পুনরায় ‘জয়বাংলা, জয় বঙ্গবন্ধু, বিডি ৭১ হ্যাকার’ লেখা ভাসতে দেখা যায়।  

এসময় মসজিদের ইমাম তরিকুল ইসলামকে ডেকে দৃশ্যটি দেখালে তিনি আশ্চর্য হয়ে যান এবং তাৎক্ষণিক ডিজিটাল সাইন বোর্ডের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

এ বিষয়ে ইমাম তরিকুল ইসলাম জানান, তিনিও ঘটনাটি দেখে হতবাক হয়েছেন। ঘটনার বিষয়ে তিনি কিছু বুঝতেই পারেননি। তাৎক্ষণিক ডিজিটাল বোর্ডের বিদ্যুতের সুইচ বন্ধ করে দেওয়া হয়েছে। পরে মসজিদ কর্তৃপক্ষ সাইন বোর্ডটি খুলে ফেলে।

ঘটনাটি জানার পর রাত সাড়ে ৮টার দিকে থানা পুলিশের একটি টিম সেখানে যায়।
 
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।  

এর আগে সোমবার (৩০ ডিসেম্বর) দুপুর ২টা থেকে বিকেল সোয়া ৩টা পর্যন্ত ফেনী শহরের বড় মসজিদের এলইডি স্ক্রিনে ভাসতে দেখা যায় ‘আওয়ামী লীগ আবার ফিরবে, জয়বাংলা’ লেখা।

এর আগে গত ১৪ ডিসেম্বর রাতে খুলনা রেলওয়ে স্টেশনে মূল ফটকের সামনে ডিজিটাল ব্যানারে ‘ছাত্রলীগ ভয়ংকর রূপে ফিরবে’ বলে একটি লেখা ভেসে ওঠে।

তারও আগে ২৪ অক্টোবর ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনের বর্হিগমন পথের ডিসপ্লেতে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ লেখা প্রদর্শন হয়। পরে রেলওয়ে কর্তৃপক্ষ বিষয়টি অবগত হওয়ার পর তা প্রদর্শন বন্ধ করে দেয়।

বাংলাদেশ সময়: ০১২৮ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।