ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বায়ুদূষণবিরোধী অভিযানে অর্ধ কোটি টাকা জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৫
বায়ুদূষণবিরোধী অভিযানে অর্ধ কোটি টাকা জরিমানা

ঢাকা: বায়ুদূষণ রোধে পরিবেশ মন্ত্রণালয় ও পরিবেশ অধিদপ্তর অবৈধ ইটভাটা, পলিথিন, কালো ধোয়া, উন্মুক্তভাবে নির্মাণ সামগ্রী রাখায় ৫০ লাখ ২৯ হাজার টাকা জরিমানা আদায় ও চারটি ইটভাটা ভেঙে দেওয়াসহ পলিথিন জব্দ এবং সতর্ক করেছে। একই সঙ্গে বায়ুদূষণের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

বুধবার (৮ জানুয়ারি) ঢাকা, শরীয়তপুর, রংপুর, কুড়িগ্রাম, কুষ্টিয়া, ফরিদপুর ও মাদারীপুরে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়।

বুধবার ১৮টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে ৪৬ লাখ ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। চারটি ইটভাটার চিমনি ভেঙে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। আরও চারটি ইটভাটা বন্ধের নির্দেশ দেওয়া হয়।

অবৈধ পলিথিনের বিরুদ্ধে রংপুর, পিরোজপুর ও ঢাকার কারওয়ান বাজারে তিনটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। চারটি মামলায় তিন লাখ নয় হাজার টাকা জরিমানা আদায় এবং ১১ হাজার ২৬৭ কেজি পলিথিন জব্দ করা হয়।

ঢাকা মহানগরে যানবাহনের কালো ধোঁয়ার বিরুদ্ধে একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। নয়টি যানবাহনের চালককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। কয়েকজন চালককে সতর্ক করা হয়।

ঢাকা মহানগরের পল্টন ও পশ্চিম আগারগাঁওয়ে খোলা অবস্থায় নির্মাণ সামগ্রী রাখায় দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ২২ হাজার টাকা জরিমানা করা হয়। কয়েকজনকে সতর্ক করা হয়।

পরিবেশ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর।

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২৫
জিসিজি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।