ঢাকা: সাবেক সচিব ভুঁইয়া মোহাম্মদ শফিকুল ইসলামসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সাত নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কার্যক্রম ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) তাদের গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
গ্রেপ্তাররা হলেন সাবেক সচিব ভুঁইয়া মোহাম্মদ শফিকুল ইসলাম (৭১), লক্ষ্মীপুরের রামগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কাজী হারুন (২৩), ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা মো. ওয়ারেছুর রহমান (২৩), কুমিল্লার মেঘনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ মিয়া রতন শিকদার (৬৫), কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌর আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক ইলিয়াস মাহমুদ কাসেমী ওরফে রাসেল (৪৭), ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মহিউদ্দিন মাতবর সাগর (৩০) ও লক্ষ্মীপুরের দরবেশপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী শাহাদাত হোসেন রুবেল (৪৮)।
তালেবুর রহমান জানান, ডিবির বিভিন্ন বিভাগ সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই সাতজনকে গ্রেপ্তার করে। এর মধ্যে পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভা এলাকা থেকে গ্রেপ্তার হন শফিকুল ইসলাম।
ডিএমপির কর্মকর্তা তালেবুর আরও জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে একাধিক থানায় সুনির্দিষ্ট মামলা রয়েছে। তারা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে যুক্ত থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছিলেন। বিশেষ করে গত ২৯ আগস্ট রাজধানীর শাহবাগ থানায় দায়ের হওয়া সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় সংশ্লিষ্টতার অভিযোগে সাবেক সচিব ভুঁইয়া মো. শফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
এজেডএস/এইচএ/