ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

বাহরাইনে তিন দিনব্যাপী বাংলাদেশ ফেস্টিভ্যাল উদ্বোধন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৫
বাহরাইনে তিন দিনব্যাপী বাংলাদেশ ফেস্টিভ্যাল উদ্বোধন

ঢাকা: বাহরাইনে প্রথমবারের মতো বড় পরিসরে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল’ উদ্বোধন করা হয়েছে। বাহরাইনের প্রসিদ্ধ ডানা মলে বাংলাদেশ দূতাবাস ও লুলু হাইপার মার্কেট যৌথভাবে এ ফেস্টিভ্যালের আয়োজন করে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এ কে এম মহিউদ্দিন কায়েস, বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিসহ আমন্ত্রিত দেশি-বিদেশি অতিথিদের সঙ্গে নিয়ে বাংলাদেশের ইয়ুথ ফেস্টিভ্যালের থিমের অনুসরণে আয়োজিত বাংলাদেশ ফেস্টিভ্যালটি উদ্বোধন করা হয়।

৯ থেকে ১১ জানুয়ারি প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত লুলু হাইপার মার্কেট ডানা মলে এ ফেস্টিভ্যাল চলবে। প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টা থেকে থাকছে এক ঘণ্টাব্যাপী মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। সেই সঙ্গে রয়েছে চোখ ধাঁধানো বাংলাদেশি চিত্র প্রদর্শনী, সুস্বাদু খাবার ও হরেক রকমের দেশীয় স্টল। বাংলাদেশ ফেস্টিভ্যালে প্রবাসীদের যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছে বাহরাইন দূতাবাস।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৫
টিআর/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।