ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

জেলায় জেলায় ‘জুলাই ঘোষণাপত্র’র লিফলেট বিতরণ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৫
জেলায় জেলায় ‘জুলাই ঘোষণাপত্র’র লিফলেট বিতরণ  চুয়াডাঙ্গায় জুলাই ঘোষণাপত্রের লিফলেট বিতরণ

৩১ ডিসেম্বর শহীদ মিনারে জড়ো হয়ে ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ দেওয়ার কথা ছিল বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের। পরে সবার ঐকমত্যের ভিত্তিতে এ ঘোষণাপত্র দেওয়া হবে বলে সরকার থেকে জানালে এতে সম্মতি দেন ছাত্র-আন্দোলনের সমন্বয়করা।

তবে আগামী ১৫ জানুয়ারির মধ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দিতে হবে বলে সরকারের প্রতি দাবি জানিয়ে আসছে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন।  

সেই লক্ষ্যে জেলায় জেলায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করছে ছাত্র-আন্দোলনের শিক্ষার্থীরা।

ঝিনাইদহ: ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও জুলাই গণঅভ্যুত্থান ঘোষণাপত্রের দাবিতে ঝিনাইদহে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।

শনিবার (১১ জানুয়ারি) বিকেলে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে এ কর্মসূচি শুরু হয়। সে সময় সংক্ষিপ্ত সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন ঝিনাইদহ জেলা শাখার সমন্বয়ক আবু হুরায়রা, জাতীয় নাগরিক কমিটি জেলা শাখার আহ্বায়ক নাসির আল সাদী, সদস্য সচিব তরিকুল ইসলাম তারেকসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাইদুর রহমান, রত্না খাতুন, তানাইম, সাব্বির আহমেদ জুয়েল, নাগরিক কমিটির অ্যাডভোকেট জাহিদুর রহমান, মুজাহিদুল হক, মনির হোসেন, তরিকুল ইসলাম, হুমায়ুন কবির প্রমুখ।

ঝিনাইদহে জুলাই ঘোষণাপত্রে লিফলেট বিতরণ ও গণসংযোগ

চুয়াডাঙ্গা: জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে চুয়াডাঙ্গায় লিফলেট বিতরণ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।  

শনিবার (১১ জানুয়ারি) বিকেল ৪টায় শহরের শহীদ হাসান চত্বর এলাকায় ‘জুলাই এর প্রেরণা, দিতে হবে ঘোষণা’ সম্বলিত স্লোগানের এ লিফলেট বিতরণ করা হয়। সড়কের পাশের ব্যবসায়ী, পথচারী, ইজিবাইক চালকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের হাতে লিফলেট তুলে দেন শিক্ষার্থীরা।

লিফলেট বিতরণের সময় বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক আসলাম হোসেন অর্ক বলেন, জুলাই আন্দোলন শুধু একটি সরকারকে উৎখাত করার উদ্দেশ্যে হয়নি। আন্দোলনের উদ্দেশ্যেই ছিল বৈষম্যহীন সাম্যের নতুন বাংলাদেশ গড়ার। পরবর্তীতে যে সরকার ক্ষমতা আসবে তারা যেন এই আন্দোলনকে নেতিবাচক অর্থে ব্যবহার করতে না পারে সেজন্যও জুলাই ঘোষণাপত্র অত্যন্ত প্রয়োজনীয়।

লিফলেট বিতরণের সময় আরও উপস্থিত ছিলেন জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব শিমুল, শান্ত, প্লাবন, সদস্য ফাহিম প্রমুখ।

গাইবান্ধা:  ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের’’পক্ষে জনমত তৈরির লক্ষ্যে গাইবান্ধার সাদুল্লাপুরে জনসংযোগ ও লিফলেট বিতরণ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা।  

শুক্রবার (১০ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে সাদুল্লাপুর উপজেলা শহরের থানার সামনে লিফলেট বিতরণ শুরু হয়। সন্ধ্যা পর্যন্ত নেতাকর্মীরা চৌমাথা মোড় ও বাজারসহ গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘুরে সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দেন। এ সময় তারা ‘জুলাইয়ের প্রেরণা, দিতে হবে ঘোষণা’ এই স্লোগান দেন।

এই লিফলেটে জুলাই অভ্যুত্থানে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং দ্রুত সময়ের মধ্যে আহতদের বিনামূল্যে রাষ্ট্রীয়ভাবে সুচিকিৎসা প্রদানের প্রতিশ্রুতি স্পষ্ট করার দাবিসহ আরও ছয়টি দাবি উল্লেখ করা হয়েছে।  

গাইবান্ধায় জুলাই ঘোষণাপত্রের লিফলেট বিতরণ

লিফলেট বিতরণের সময় জাতীয় নাগরিক কমিটি গাইবান্ধার পক্ষে রাসেদুর ইসলাম জুয়েল, ইঞ্জিনিয়ার মাহমুদ নাসের, ফিদা হাসান, আবু তাহের, রোমেল মিয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে শরিফুল ইসলাম আকাশ ও অতনু সাহা উপস্থিত ছিলেন। এছাড়া লিফলেট বিতরণ কর্মসূচিতে স্থানীয় পর্যায়ের এআর আতিক, আব্দুল্লাহ সিফাত ও সোহেল রানাসহ অনেকেই অংশ নেয়।  

এর আগে, গত ৬ জানুয়ারি দুপুরে গাইবান্ধা জেলা শহরের সার্কুলার রোড় ও স্টেশন রোড়ে যৌথভাবে লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা। পর্যায়ক্রমে আজ শনিবার জেলার অন্য উপজেলা ও পৌর এলাকাসহ গুরুত্বপূর্ণ স্থানে এই লিফলেট বিতরণ করেছেন তারা।

বরিশাল: শুক্রবার (১০ জানুয়ারি) বরিশালে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের লিফলেট বিতরণ করেছে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।

এদিন সকালে নগরীর নতুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে এ লিফলেট বিতরণ কর্মসূচি শুরু করা হয়। এসময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব ডা. মাহমুদা আলম মিতুসহ স্থানীয় নেতারা।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।