ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

আরাকান আর্মির সেন্টমার্টিন দ্বীপ দখলের দাবিটি ভুয়া

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৮ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২৫
আরাকান আর্মির সেন্টমার্টিন দ্বীপ দখলের দাবিটি ভুয়া

সম্প্রতি, মিয়ানমারের আরাকান আর্মি বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ দখল করে নিয়েছে দাবিতে একটি তথ্য ইন্টারনেটের বিভিন্ন মাধ্যমে প্রচার করা হচ্ছে। দাবিটি সঠিক নয়; কোনো তথ্যসূত্র উল্লেখ ছাড়াই এই ভুয়া দাবি প্রচার করা হয়েছে বলে জানিয়েছে রিউমর স্ক্যানার।

আন্তর্জাতিক ফ্যাক্ট চেকিং নেটওয়ার্কটি অনুসন্ধানে জানা যায়, কিছু ভারতীয় এক্স হ্যান্ডেলে (, , ) গত বছরের ৩০ ডিসেম্বর থেকে দাবিটি প্রচার হতে দেখা যায়। তবে আন্তর্জাতিক গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রে মিয়ানমারের আরাকান আর্মি কর্তৃক বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ দখল কিংবা বাংলাদেশের অভ্যন্তরে আরাকান আর্মির অনুপ্রবেশের কোনো সত্যতা খুঁজে পাওয়া যায়নি।

পরবর্তী অনুসন্ধানে মিয়ানমারের গণমাধ্যম দ্য ইরাবতী-এর ওয়েবসাইটে গত ৯ ডিসেম্বর ‘AA Takes Complete Control of Myanmar-Bangladesh Border After Seizing Maungdaw’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

ওই প্রতিবেদন থেকে জানা যায়, গত ৮ ডিসেম্বর দেশটির মংডু শহর দখলের পর আরাকান আর্মি বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের ২৭০ কিলোমিটার দীর্ঘ সীমান্তের পুরোপুরি নিয়ন্ত্রণ নেয়।

এ বিষয়ে দেশের একটি জাতীয় দৈনিকের অনলাইন সংস্করণে গত ১৩ ডিসেম্বর প্রকাশিত এক মতামত প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়।

Kreaty.in নামের এক্স অ্যাকাউন্টটি থেকে ভুয়া এই দাবিটি প্রচার করা হচ্ছে, সেই একই অ্যাকাউন্ট থেকে গত মাসে (ডিসেম্বর) আরাকান আর্মি কর্তৃক বাংলাদেশের টেকনাফ অঞ্চল দখলের আরেকটি ভুয়া দাবিও প্রচার করা হয়েছিল। সে সময় বিষয়টি নিয়ে বিস্তারিত ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।

অনুসন্ধান শেষে রিউমর স্ক্যানার জানায়, মিয়ানমারের আরাকান আর্মি বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ দখল করে নিয়েছে দাবিতে ইন্টারনেটে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।

বাংলাদেশ সময়: ১০৫৪ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২৫
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।