ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

কমলনগরে ট্রলির চাপায় চটপটি বিক্রেতার মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২৫
কমলনগরে ট্রলির চাপায় চটপটি বিক্রেতার মৃত্যু  প্রতীকী ছবি

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে লাকড়িবাহী ট্রলির চাপায় মো. মিরাজ (২২) নামে এক চটপটি বিক্রেতার মৃত্যু হয়েছে।  

সোমবার (১৩ জানুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার করইতলা বাজারের নতুন রাস্তার মাথা নামক স্থানে লক্ষ্মীপুর-রামগতি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত মিরাজ উপজেলার চরফলকন ইউনিয়নের লুধুয়া এলাকার বাঘা বাড়ির আজাদ উদ্দিনের ছেলে। তিনি পরিবার নিয়ে চরলরেন্স ইউনিয়নের চরলরেন্স গ্রামের সেলিম মাস্টারের বাড়িতে ভাড়া থাকতেন।

পুলিশ জানায়, সকালে মিরাজ চটপটির ভ্যান চালিয়ে  করইতলা বাজারের নতুন রাস্তার মাথা নামক স্থান দিয়ে যাচ্ছিলেন। এসময় দ্রুতগতির একটি ট্রলি চাপা দিলে মিরাজ ঘটনাস্থলেই মারা যান। তার ভ্যানটিও ভেঙে গেছে।  

জানা গেছে, ট্রলির মালিক উপজলার তোরাবগঞ্জ রলাকার শহীদ বেপারী। আর চালক একই এলাকার কবির হোসেন।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। চালককে আটক করা সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২৫
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।