ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ককটেল ছুড়ে ব্যবসায়ীর টাকা লুট

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৫
গাজীপুরে ককটেল ছুড়ে ব্যবসায়ীর টাকা লুট প্রতীকী ছবি

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার এলাকায় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বিকাশের এক ব্যবসায়ীর ওপর ককটেল ছুঁড়ে ছয় লাখ টাকা লুট করেছে দুর্বৃত্তরা।

গত সোমবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটেছে।

ওই ব্যবসায়ী হলেন- ফারুক হোসেন। এ ঘটনায় শিমুল হোসেন নামে এক মুদি দোকানদার আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজারে বিকাশ ব্যবসায়ী ফারুক হোসেন সারাদিন ব্যবসায়ের টাকা নিয়ে দোকান থেকে বের হন। এসময় দুটি প্রাইভেটকার থেকে তাকে লক্ষ্য করে ককটেল ছোড়ে দুর্বৃত্তরা। এতে বিকট শব্দে আতঙ্কের সৃষ্টি হয়। পরে ফারুক হোসেনের হাত থেকে টাকার ব্যাগ পড়ে যায়। একপর্যায়ে পাশের দোকানদার শিমুল হোসেন দৌড়ে এলে তাকে লক্ষ্য করেও ককটেল ছোড়া হয়। এতে শিমুল গুরুতর আহত হন। তবে আশপাশের লোকজন জড়ো হওয়ার আগেই দুর্বৃত্তরা ব্যবসায়ীর টাকা নিয়ে পালিয়ে যায়।

ফারুক হোসেন বলেন, দোকান বন্ধ করে টাকার ব্যাগ হাতে নিয়েছি এমন সময় প্রাইভেটকার থেকে ৫-৭ জন লোক নেমে আমার দোকান লক্ষ্য করে ককটেল ছুঁড়ে। এরপর আমার ব্যাগে থাকা ছয় লাখ টাকা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ জানান, রাতে দুর্বৃত্তরা বিকাশের দোকানদার থেকে কিছু টাকা লুট করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৫
আরএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।