ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

পেট্রোল পাম্প থেকে বাস উধাও

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৯ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৫
পেট্রোল পাম্প থেকে বাস উধাও

লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ফিলিং স্টেশন (পেট্রোল পাম্প) থেকে হাবিব পরিবহন নামে একটি বাস উধাও হওয়ার ঘটনা ঘটেছে।  

মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কে উপজেলার সদরের তুষভাণ্ডার রওশন ফিলিং স্টেশন থেকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতিদিনই বুড়িমারী থেকে ঢাকায় হাবিব পরিবহন নামের ওই যাত্রীবাহী বাস চলাচল করে। বাসটিতে সমস্যা দেখা দেয়ায় কয়েকদিন আগে  তুষভান্ডার রওশন ফিলিং স্টেশন (তেলের পাম) রেখে দেন চালক। কিন্তু মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে একটি কালো মাইক্রোবাস নিয়ে এসে কয়েকজন বাসটিকে ধাক্কা দিয়ে চালু করে নিয়ে যান। পরে বিষয়টি জানাজানি হলে পুলিশকে খবর দেন।  

হাবিব পরিবহনের মালিক রায়হান জানান,  কিছুদিন আগেই কুড়িগ্রামের ফজলু মিয়ার কাছ থেকে ঢাকা মেট্রো ব- ১৪ -২৮১৮ নম্বরের বাসটি কিনেছি। এখন পেট্রোল পাম্প থেকে কারা এই বাসটি নিয়ে গেল কিছুই বুঝতে পারছি না। কয়েকজন বন্ধু মিলে এই বাসের ব্যবসা চালু করেছিলাম। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। শনাক্তের চেষ্টা চলছে।  

কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  সেলিম মালিক বলেন, সম্ভবত পাওনা টাকা কেন্দ্র করেই কুড়িগ্রামের মালিক বাসটি নিয়ে গেছেন। স্থানীয়দের কাছে এমনই তথ্য পাওয়া গেছে। তবে কাউকে না বলে এভাবে বাস নিয়ে যাওয়া কখনোই ঠিক করেনি। অভিযোগ দিলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।