ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

নতুন স্বাধীনতা শত ষড়যন্ত্রেও নস্যাৎ করা যাবে না: ডিসি যশোর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৫
নতুন স্বাধীনতা শত ষড়যন্ত্রেও নস্যাৎ করা যাবে না: ডিসি যশোর যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম

যশোর: যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম বলেছেন, হাজারো ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত নতুন স্বাধীনতা শত ষড়যন্ত্রেও নস্যাৎ করা যাবে না।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে মণিরামপুর উপজেলায় তারুণ্যের উৎসব উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

আজাহারুল ইসলাম বলেন, আজকের বাংলাদেশ তরুণদের বাংলাদেশ। ১৯৭১ সালে স্বাধীনতা লাভের পর এই দেশের ওপর দিয়ে অনেক ঝড়- ঝঞ্ঝা গেছে। বর্তমান তরুণ প্রজন্ম জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের দ্বার উন্মোচন করেছে। একে কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে।  

জেলা প্রশাসক তারুণ্যের উৎসব উদ্বোধনের আগে মণিরামপুর থানা পরিদর্শন করেন। তিনি পৌর মিনি পার্ক ও সিসি ক্যামেরাসহ সেন্ট্রাল সাউন্ড সিস্টেমের উদ্বোধন করেন।

তারুণ্যের উৎসব উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত তামান্না।  

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- পৌর বিএনপির সদস্য এ কে আজাদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেত্রী বর্ষা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম, কৃষি কর্মকর্তা মাহমুদা আক্তার, উপজেলা প্রকৌশল কর্মকর্তা বিদ্যুৎ কুমার দাস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি এস এম মজনুর রহমান ও সাংবাদিক আসাদুজ্জামান রয়েল।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।