ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে অধ্যক্ষকে হত্যাচেষ্টা, হামলাকারীদের গ্রেপ্তার দাবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৫
ফরিদপুরে অধ্যক্ষকে হত্যাচেষ্টা, হামলাকারীদের গ্রেপ্তার দাবি

ফরিদপুর: ফরিদপুরের সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মনজুরুল ইসলামের ওপর হামলা চালিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) রাত ৮টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

এদিকে হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে কলেজের সামনে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষক ও শিক্ষার্থীরা।

এ সময় তারা কলেজের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করে দ্রুত হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান।

কলেজ সূত্রে জানা যায়, অধ্যক্ষ মনজুরুল ইসলাম তার বাসভবন থেকে এশার নামাজ পড়তে বের হন। এ সময় কলেজটির সামনের রাস্তায় পৌঁছালে একটি মোটরসাইকেল থেকে লোহার রড দিয়ে অতর্কিতভাবে তার মাথায় আঘাত করা হয়। সে মাটিতে লুটিয়ে পড়লে মোটরসাইকেল আরোহীরা পালিয়ে যায়। আহত অধ্যক্ষকে উদ্ধার করে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এরই মধ্যেই হামলাকারীদের গ্রেপ্তারে একাধিক টিম অভিযান চালানো হয়েছে।  আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।