ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

আসামি গ্রেপ্তারে গিয়ে দগ্ধ সেই এসআইয়ের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৫
আসামি গ্রেপ্তারে গিয়ে দগ্ধ সেই এসআইয়ের মৃত্যু এসআই মো. মেহেদি হাসান : ফাইল ফটো

বরিশাল: বরিশালে গ্রেপ্তারি পরোয়ানা তামিল করতে গিয়ে ইট ভাটার চুল্লিতে পড়ে দগ্ধ মহানগর পুলিশের সেই উপ-পরিদর্শকের (এসআই) মৃত্যু হয়েছে।

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে তার মৃত্যু হয় বলে বরিশাল মহানগরের (বিএমপি) উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার জানিয়েছেন।

মৃত এসআই মো. মেহেদি হাসান বরগুনা সদর থানার চর কলোনি গ্রামের বাসিন্দা মো. জানে আলমের ছেলে। তিনি বরিশাল মহানগর পুলিশের এয়ারপোর্ট থানায় কর্মরত ছিলেন।

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির শিকদার জানান, গত ৬ জানুয়ারি গভীর রাতে একটি গ্রেপ্তারি পরোয়ানা তামিলের জন্য বাবুগঞ্জ উপজেলার ইসলাম ব্রিকসে অভিযান করে। এ সময় ভাটার চুল্লির একটি পাত সরে গিয়ে পড়ে যায় এসআই মেহেদি হাসান। পরে তাকে অন্য পুলিশ সদস্য ও শ্রমিকরা মই দিয়ে ওপরে উঠানো হয়। কিন্তু তার শরীরে ৪০ শতাংশ পুড়ে যায়। এসআই মেহেদিকে উদ্ধার করে প্রথমে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউশনে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুর দুইটায় মারা গেছেন তিনি।

এদিকে বরিশাল মহানগরের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৫
এমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।