ঢাকা, সোমবার, ২১ বৈশাখ ১৪৩২, ০৫ মে ২০২৫, ০৭ জিলকদ ১৪৪৬

জাতীয়

পিরোজপুরে বাসচাপায় শ্যালক-দুলাভাই নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:২৭, জানুয়ারি ১৭, ২০২৫
পিরোজপুরে বাসচাপায় শ্যালক-দুলাভাই নিহত 

পিরোজপুর: পিরোজপুরে বাসচাপায় দুজনের মৃত্যু হয়েছে। এতে আহত আহত হয়েছেন একজন।

তারা সম্পর্কে শ্যালক ও ভগ্নিপতি।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা এলাকার মোল্লাবাড়ি সংলগ্ন স্থানে ঢাকা-মঠবাড়িয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন- শংকরপাশা এলাকার কামাল কাজীর ছেলে মো. রিয়াদ কাজী (২৭) ও জিয়ানগর (ইন্দুরকানী) উপজেলার পাড়েরহাট এলাকার মো. আনোয়ার হোসেনের ছেলে শাহিন হোসেন।  

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় ঢাকা থেকে মঠবাড়িয়াগামী রাজিব পরিবহনের একটি বাস শংকরপাশা এলাকার মোল্লাবাড়ির কাছে নিয়ন্ত্রন হারিয়ে উল্টে রাস্তার পাশে থাকা তিনজনকে চাপা দেয়। এতে তারা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মধ্যে দুজনকে মৃত ঘোষণা করেন।  

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোবাহান হোসেন জানান, বাসটি জব্দ করা হয়েছে। এর চালককে ধরার চেষ্টা চলছে।  

বাংলাদেশ সময়: ০২২৫ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৫
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।