ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

জামালপুরে একজনকে হাত-পা কেটে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৫
জামালপুরে একজনকে হাত-পা কেটে কুপিয়ে হত্যা প্রতীকী ছবি

জামালপুর: জামালপুরের সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আতাউর রহমান বিপুল (৫০) নামে একজনের হাত ও পা শরীর থেকে বিচ্ছিন্ন করে কুপিয়ে হত‍্যার ঘটনা ঘটেছে। এছাড়া বিপুলের স্ত্রীর তিনটি আঙুল ও পায়ের রগ কাটাসহ তার মায়ের ডান হাত ভেঙে দেওয়া হয়েছে বলেও জানা গেছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।  

নিহত বিপুল একই ইউনিয়নের তারাকান্দি গ্রামের আনোয়ার হোসেন ওরফে কালু তালুকদারের ছেলে।  

জানা গেছে, দুপুরে সীমানার গাছ কাটাকে কেন্দ্র করে বিপুল ও আপেলের মা আনোয়ারা বেগমের সঙ্গে বিবাদ হয়। এর কিছুক্ষণ পর আপেল বহিরাগত সন্ত্রাসীদের ডেকে এনে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিতভাবে বিপুল ও তার স্ত্রীর ওপর হামলা করেন। এ সময় বিপুলের ডান হাত ও ডান পা কেটে শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলে সন্ত্রাসীরা। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। এছাড়া তার স্ত্রী মুক্তার ডান হাতের তিনটি আঙুল ও বাম পায়ের রগও সন্ত্রাসীরা কেটেও দেয়। এ দৃশ্য দেখে বিপুলের মা আছমা বেগম এগিয়ে গেলে তারও একটি হাত ভেঙে ফেলা হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চাঁদ মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।