ঢাকা, বৃহস্পতিবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

মাগুরায় মিনি ম্যারাথন প্রতিযোগিতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১৬, জানুয়ারি ১৮, ২০২৫
মাগুরায় মিনি ম্যারাথন প্রতিযোগিতা

মাগুরা: ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ তারুণ্যে ও উৎসবে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে মাগুরা জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে মিনি ম্যারাথন প্রতিযোগিতা।

শনিবার (১৮ জানুয়ারি) সকাল ৮টায় মাগুরা স্টেডিয়াম থেকে জেলা প্রশাসক অহিদুল ইসলাম এ মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতার উদ্বোধন করেন।

এতে শতাধিক ম্যারাথন প্রতিযোগী অংশগ্রহণ করেন।

এ মিনি ম্যারাথন প্রতিযোগিতা জেলা স্টেডিয়াম থেকে শুরু হয়ে শহরের নতুন বাজার, কেশব মোড়, চৌরাঙ্গী মোড় পারনান্দুয়ালী হয়ে ডায়াবেটিক হাসপাতালে গিয়ে শেষ হয়।

এ মিনি ম্যারাথন প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদির, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহানসহ অন্যরা।

মাগুরা জেলা প্রশাসক মোহম্মদ অহিদুল ইসলাম বলেন, পরিবেশ সুরক্ষার জন্য বিভিন্ন কর্মসূচি রয়েছে। মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা পরিবেশ সুরক্ষা ও পলিথিন বর্জনের সচেতনতার মাধ্যমে পরিবেশ সুরক্ষা রাখব। বর্তমান সরকারের যে উদ্দেশ্য রয়েছে সেগুলো বাস্তবায়ন করব।

বাংলাদেশ সময়: ১০১৬ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।