নাটোর: নাটোরের নলডাঙ্গা উপজেলায় রাতের বেলা দেয়ালে দেয়ালে লেখা ‘জয় বাংলা’ স্লোগান মুছে দিয়েছে ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা।
শনিবার (১৮ জানুয়ারি) লেখাগুলো সবার নজরে আসার পরই লেখাগুলো মুছে দেয় মাধনগর ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা।
এর আগে কে বা কারা শুক্রবার (১৭ জানুয়ারি) দিনগত রাতের কোনো এক সময় নলডাঙ্গা উপজেলার বিভিন্ন স্থানে লিখে রাখে ‘জয় বাংলা’ স্লোগান।
জানা যায়, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর দেশের অন্যান্য স্থানের মতো নলডাঙ্গার আওয়ামী লীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতারা আত্মগোপনে চলে যায়। এরপর থেকে তাদের প্রকাশ্যে কোনো তৎপরতা ছিল না। শুক্রবার রাতের অন্ধকারে উপজেলার মাধনগর বাজার, মাধনগর ডিগ্রি কলেজ, এস আই উচ্চ বিদ্যালয়, মাধনগর বাজারের প্রবেশ মুখে, বাজেহালতি ব্রিজ, আনিছ মোড়, ইউনিয়ন পরিষদ কার্যালয় এলাকায় দেয়ালে দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান লেখা হয়। কালো কালিতে লেখাগুলো শনিবার দুপুরে স্থানীয়দের নজরে আসে। পরে ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা জয় বাংলা স্লোগান মুছে দেয়।
মাধনগর ইউনিয়ন ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. সাকিব হোসেন জানান, দেয়ালে দেয়ালে জয়বাংলা লিখে শান্ত নাটোরকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে। তারা এটা হতে দেবে না।
মাধনগর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রাজন ইসলাম জানান, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এসব দেয়াল লেখন করে আতঙ্ক সৃষ্টি করছে। বিষয়টি তাদের নজরে আসার পর ছাত্রদলের পক্ষ থেকে মুছে ফেলা হচ্ছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
মাধনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রাজু জানান, শেখ হাসিনা পালিয়ে গেছে। কিন্তু শেখ হাসিনার দোসর ও ফ্যাসিবাদের সমর্থকেরা রাতের বেলায় দেয়ালে লিখে আতঙ্কের সৃষ্টি করছে। প্রশাসনের কাছে দাবি, তাদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার করা হোক।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান জানান, যারা রাতের আঁধারে এ কাজ করেছেন তাদের খোঁজ খবর নেওয়া হচ্ছে। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে।
বাংলাদেশ সময়: ০৮২২ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৫
আরএ