ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

৫২০০ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৪ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৫
৫২০০ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ঢাকা: রাজধানীর গুলশান এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার ২০০ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগ।

গ্রেপ্তাররা হলেন- মো. রাসেল হোসেন (৩৪) ও মো. সুমন খান (২৯)।

রোববার (১৯ জানুয়ারি) রাত পৌনে ১০টায় বিমানবন্দর থানাধীন কাওলা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

ডিবি গুলশান বিভাগের বরাত দিয়ে তিনি জানান, রাজধানীতে মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে ডিবি-গুলশান বিভাগ গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে কতিপয় মাদক কারবারি ইয়াবা কেনা-বেচার জন্য বিমানবন্দর থানার কাওলা বাসস্ট্যান্ডে ময়মনসিংহ-ঢাকা সড়কের পূর্ব পাশে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশের টিম। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় রাসেল হোসেন ও সুমন খানকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫ হাজার ২০০ ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১৫ লাখ ৬০ হাজার টাকা।

গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানান মুহাম্মদ তালেবুর রহমান।

বাংলাদেশ সময়: ০৭৪৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৫
এসসি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।