ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ঘন কুয়াশার সঙ্গে বেড়েছে শীতের তীব্রতা, তাপমাত্রা ১১ ডিগ্রির ঘরে

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৯ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৫
ঘন কুয়াশার সঙ্গে বেড়েছে শীতের তীব্রতা, তাপমাত্রা ১১ ডিগ্রির ঘরে

পঞ্চগড়: শীত প্রবণ জেলা ও উত্তরের জনপদ পঞ্চগড়ে বেড়েছে শীতের তীব্রতা। একইসঙ্গে উত্তর-পশ্চিম দিক থেকে বইছে হিমেল হাওয়া, কুয়াশার চাদরে ঢেকে আছে চারপাশ।

এতে রোববারের থেকে কিছুটা তাপমাত্রা বৃদ্ধি পেলেও নাকাল অবস্থা বিরাজ করছে মানুষের জীবনে।

অপরদিকে কুয়াশার কারণে সড়ক গুলোতে হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা গেছে যানবাহান গুলোকে।

সোমববার (২০ জানুয়ারি) সকাল ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস। একই সঙ্গে বাতাসের আদ্রতা ৯৯ শতাংশ রেকর্ড করা হয়। এর আগে রোববার (১৯ জানুয়ারি) সকাল ৯টায় দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হলেও দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

এর আগে, শনিবার একই সময়ে এখানে তাপমাত্রা রেকর্ড হয় ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এদিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ২২ ডিগ্রি সেলসিয়াস।

সরেজমিনে দেখা গেছে, জানুয়ারি মাস জুড়ে বেশ কয়েকটি শৈত্যপ্রবাহ বিরাজ করায় নাকাল হয়ে পড়েছে মানুষের জীবন। লোকজন খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হচ্ছে না। ঘরে ফিরছে সন্ধ্যা গড়ার সঙ্গে সঙ্গে। এদিকে সূর্যের মুখ দেখা মিললেও মাঝে মধ্যে ছড়াতে পারছে না উত্তাপ। এতে রোদের প্রখরতা কম লক্ষ করা গেছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন বাংলানিউজকে বলেন, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় এবং আঁকাশে মেঘ থাকায় সকালে ঘন কুয়াশায় ঢেকে পড়ে জেলার পথঘাট।  

বাংলাদেশ সময়: ০৮১গ ঘন্টা, জানুয়ারি ২০, ২০২৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।