ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

জুলাই হত্যা: পুলিশের সাবেক এসি ও দুই কনস্টেবল কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট,  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৫
জুলাই হত্যা: পুলিশের সাবেক এসি ও দুই কনস্টেবল কারাগারে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতার উপত গুলি চালিয়ে হত্যার অভিযোগে দায়ের করা এক মামলায় পুলিশের সাবেক ৩ সদস্যকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।

সোমবার (২০ জানুয়ারি) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

ওই তিন আসামি হলেন, যাত্রাবাড়ী এলাকায় ইমাম হোসেন তাইমকে গুলি করে হত্যা মামলায় গ্রেপ্তার পুলিশের সাবেক সহকারী কমিশনার তানজিল আহমেদসহ গাজীপুরের কোনাবাড়িতে কলেজ শিক্ষার্থী হৃদয়কে হত্যার মামলায় গ্রেপ্তার পুলিশ কনস্টেবল আকরাম হোসেন এবং উত্তরার একটি হত্যা মামলায় গ্রেফতার পুলিশ কনস্টেবল হোসেন আলী।

শুনানি শেষে এক ব্রিফে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, এই তিন জনের বিরুদ্ধেই আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। এরমধ্যে দুজনের ব্যাপারে নতুন গ্রেপ্তারি পরোয়ান এবং একজনের ব্যাপারে আগেই পরোয়ানা ইস্যু হয়েছিল। তাদের সবাইকে আজকে আদালতে হাজির করা হলে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, জানুয়ারি ২০,২০২৫
ইএসএস/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।