গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকায় কারখানায় বয়লার বিস্ফোরণে ১২ শ্রমিক আহত হয়েছে।
সোমবার (২০ জানুয়ারি) এইচডিএফ এ্যাপারেলস লিমিটেড কারখানায় এ ঘটনাটি ঘটেছে।
আহতরা হলেন- কারখানার শ্রমিক সুজন, রইছ উদ্দিন, শুক্কুর, সোনিয়া, লিমা, ইকবাল, ইয়াছিন আলী, শাহ্জাহান ও অন্যদের নাম জানা যায়নি।
কারখানা কর্তৃপক্ষ ও স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো এইচডিএফ এ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা কাজে যোগ দেন। সকাল ৯টার দিকে হঠাৎ কারখানার স্যাম্পল রুমে বিকট শব্দে ৫ কেজি ক্যাপাসিটির মিনি বয়লার বিস্ফোরণ হয়। এতে কারখানার ১২জন শ্রমিক আহত হয়। এদের মধ্যে দুইজন গুরুতর আহত হয়েছে। ধারণা করা হচ্ছে বয়লারে পানি ছিল না, ফলে হিট হয়ে এটি বিস্ফোরণ হয়েছে।
কারখানার এডমিন ম্যানেজার এমআর শিপু চৌধুরী জানান, বয়লার বিস্ফোরণ হয়ে দুইজন গুরুতর আহত হয়েছে। এছাড়াও আরো প্রায় ৮-১০ জন আহত হলেও তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৫
আরএস/এমএম