ঢাকা, সোমবার, ৭ আশ্বিন ১৪৩২, ২২ সেপ্টেম্বর ২০২৫, ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

আ. লীগের নিয়োগ দেওয়া তথ্য কমিশনার মাসুদা ভাট্টিকে অপসারণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৭, জানুয়ারি ২১, ২০২৫
আ. লীগের নিয়োগ দেওয়া তথ্য কমিশনার মাসুদা ভাট্টিকে অপসারণ মাসুদা ভাট্টি

ঢাকা: আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ পাওয়া তথ্য কমিশনার মাসুদা ভাট্টিকে অপসারণ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।  

সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল সম্মুখে তথ্য কমিশন বাংলাদেশের তথ্য কমিশনার মাসুদা ভাট্টির গুরুতর অসদাচরণ অভিযোগ প্রমাণিত হয়েছে। এতে করে সংবিধানের পুনর্বহাল করা অনুচ্ছেদ ১৬ দফা (৬) তৎসহ তথ্য অধিকার আইন, ২০০৯-এর ১৬ (১) ধারার বিধান অনুযায়ী রাষ্ট্রপতি ১৬ জানুয়ারি মাসুদা ভাট্টিকে তার পদ হতে অপসারণ করেছেন।

২০২৩ সালের আগস্টে মাসুদা ভাট্টিকে তথ্য কমিশনার হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে তৎকালীন আওয়ামী লীগ সরকার।  

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৫
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।