ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় হত্যা মামলায় একজনের যাবজ্জীবন, খালাস ১৭

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৫
বগুড়ায় হত্যা মামলায় একজনের যাবজ্জীবন, খালাস ১৭

বগুড়া: বগুড়া সদরের বানদীঘি গ্রামের ওহেদ আলী নামের এক ব্যক্তিকে  হত্যার দায়ে মাসুম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মামলার অপর ১৭ আসামিকে খালাস দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে বগুড়ার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ ইফতেখার আহমেদ এই রায় ঘোষণা করেন।

আদালত পুলিশের পরিদর্শক মোসাদ্দেক হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, যাবজ্জীবন পাওয়া মাসুম বগুড়া সদরের বানদীঘি গ্রামের আব্দুল জলিলের ছেলে। ২০১৬ সালের ২৯ এপ্রিল বিকেল ৫টার দিকে একই গ্রামের ওহেদ আলী (৪৫) শহরে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। বানদীঘি বাজারের চাতালের মোড়ে পৌঁছালে পূর্ব শত্রুতার জেরে মাসুমের নেতৃত্বে আসামিরা ওহেদ আলীকে আটক করেন।

এ সময় ওহেদ আলীর চিৎকারে তার স্ত্রী মর্জিনা বেগম ও পরিবারের অন্য সদস্যরা এগিয়ে আসেন। তখন মাসুম ধারালো অস্ত্র দিয়ে ওহেদকে আঘাত করেন। গুরুতর আহত ওহেদকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টায় মারা যান তিনি।

এ ঘটনায় নিহতের স্ত্রী মর্জিনা বেগম বাদি হয়ে ১৮ জনের নামে বগুড়া সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত ১৮ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত আট বছর পর এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি মাসুম পলাতক ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৫
জিডি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।