ঢাকা, সোমবার, ৭ আশ্বিন ১৪৩২, ২২ সেপ্টেম্বর ২০২৫, ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

দুই একর জমিতে গাঁজা চাষ, পুড়িয়ে ধ্বংস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৮, জানুয়ারি ২১, ২০২৫
দুই একর জমিতে গাঁজা চাষ, পুড়িয়ে ধ্বংস

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে অভিযান চালিয়ে অন্তত দুই একর গাঁজা ক্ষেত ধ্বংস করেছে গুইমারা উপজেলার সিন্দুকছড়ি জোনের সেনাবাহিনীর সদস্যরা।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে গোপন সংবাদের ভিত্তিতে সিন্দুকছড়ি জোনের আওতাধীন গড়াইছড়ি সেনা ক্যাম্পের তিন্দুকছড়ি এলাকার গহীন অরণ্যে অভিযান চালিয়ে এসব গাঁজা ক্ষেত ধ্বংস করা হয়।

সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইসমাইল শামস আজিজির নির্দেশে জোন উপ-অধিনায়ক মেজর ইশতিয়াক তাসনিম সেনা সদস্যদের নিয়ে এ অভিযান পরিচালনা করেন।

অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠনের সন্ত্রাসীরা লোক চক্ষুর আড়ালে গহীন অরণ্যে এসব গাঁজা চাষ করে আসছে।

অভিযানে ধ্বংস করা দুই একর গাঁজা ক্ষেতের মূল্য আনুমানিক অর্ধকোটি টাকা বলে জানিয়েছে পুলিশ। থানা পুলিশের সদস্যরাও অভিযানে উপস্থিত ছিলেন।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক চৌধুরী সত্যতা নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, গাঁজা ক্ষেত তাৎক্ষণিক আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৫
এডি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।