ঢাকা: অবিলম্বে দশম গ্রেডে শূন্য পদে নিয়োগ এবং সরকারি-বেসরকারি পর্যায়ে নতুন পদ তৈরিসহ চার দফা দাবিতে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্টস ট্রেনিং স্কুল- ম্যাটসের শিক্ষার্থীরা।
বুধবার (২২ জানুয়ারি) দুপুর ১টার দিকে রাজধানীর শাহবাগ মোড়ে শিক্ষার্থীরা অবস্থান নেন।
রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম জানান, তারা দুপুর একটা থেকে শাহবাগ মোড় অবরোধ করে আছেন। এতে সংলগ্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
ম্যাটসের শিক্ষার্থীদের চার দফা দাবিগুলোর মধ্যে আছে অবিলম্বে দশম গ্রেডে শূন্য পদে নিয়োগ, কর্মসংস্থান ও সরকারি-বেসরকারি পর্যায়ে নতুন পদ তৈরি এবং চার বছরের একাডেমিক কোর্স বহাল রেখে কারিকুলাম সংশোধন ও ভাতাসহ ইন্টার্নশিপ।
এ ছাড়া প্রস্তাবিত অ্যালায়েড হেলথ প্রফেশনাল বোর্ড বাতিল করে ‘মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ নামে বোর্ড গঠন করা এবং আন্তর্জাতিক মানদণ্ড ও বিএমঅ্যান্ডডিসি স্বীকৃত ক্লিনিক্যাল বিষয়ে উচ্চতর শিক্ষার সুযোগের দাবি শিক্ষার্থীদের।
বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৪
এমএমআই/আরএইচ